অরারিয়া, 19 জুলাই : বিহারের অরারিয়ায় বাজেয়াপ্ত করা হল 70 লাখ টাকার মদ । পুলিশ ও এক্সসাইজ বিভাগের কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে 7 জনকে গ্রেপ্তার করেছে ।
বিহারে বাজেয়াপ্ত 70 লাখ টাকার মদ, গ্রেপ্তার 7 - বিহারের অরারিয়া
বিহারের অরারিয়ায় উদ্ধার প্রায় 648 কার্টেন মদের বোতল । পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গ থেকে বিহারের মুজ্জাফফারপুরে নিয়ে যাওয়া হচ্ছিল ।
![বিহারে বাজেয়াপ্ত 70 লাখ টাকার মদ, গ্রেপ্তার 7 Liquor seized in bihar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8090483-thumbnail-3x2-wine.jpg)
অরারিয়ার SDPO পুষ্কর কুমার জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে টাউন থানা এলাকার টোল প্লাজায় অভিযান চালিয়ে দু'টি ট্রাক থেকে প্রায় 648 কার্টেন মদের বোতল বাজেয়াপ্ত করা হয় । যার আনুমানিক বাজারমূল্য প্রায় 70 লাখ টাকা । ট্রাক দুটির চালক ও খালাসি-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । 4 জন অভিযুক্ত পরে ঘটনাস্থানে একটি গাড়িতে করে এসে পৌঁছায় ।
ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, মদের বোতলগুলি পশ্চিমবঙ্গ থেকে বিহারের মুজ্জাফফারপুরে নিয়ে যাওয়া হচ্ছিল । এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে ।