দিল্লি, 13 জানুয়ারি : কংগ্রেসের ডাকা বিরোধী দলের বৈঠকে উপস্থিত থাকছে না আম আদমি পার্টি (AAP) ৷ এই বৈঠকে যোগ না দেওয়ার কথা প্রথমেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যুক্তি হিসেবে দেখিয়েছিলেন "বনধের নামে CPI(M)-কংগ্রেস বাংলায় গুন্ডাগিরি করেছে। এখানে ওরা যা করছে তার জন্য আমি আর CPI(M) ও কংগ্রেসের সঙ্গে কিছু করব না । সোনিয়া গান্ধির কাছে মাফ চেয়ে নিচ্ছি । দিল্লির বৈঠকে যাব না ৷।" এবার একই সুর AAP-এর মুখে ৷ আজকের বৈঠকে উপস্থিত থাকছে না বহুজন সমাজ পার্টি (BSP)-ও৷ BSP সুপ্রিমো মায়াবতী একটি টুইটে একথা নিশ্চিত করেন ৷ আজ সংসদের অ্যানেক্সে দুপুর 2টোয় বিরোধীদের বৈঠক রয়েছে ৷ তাতে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা ৷ বৈঠকে থাকছে AIDMK ও বাম দলগুলি ৷ থাকার কথা সমাজবাদী পার্টিরও ৷
দিল্লি বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে ৷ আর মাত্র কয়েক দিন ৷ 8 ফেব্রুয়ারি নির্ধারিত হতে চলেছে দিল্লির ভাগ্য ৷ ভোটগ্রহণের তিন দিন পর অর্থাৎ 11 ফেব্রুয়ারি হচ্ছে ফলপ্রকাশ ৷ আম আদমি পার্টি (AAP) প্রস্তুতি নিচ্ছে ফের ক্ষমতায় আসার ৷ লড়াইয়ের ময়দানে রয়েছে BJP-ও ৷ গেরুয়া শিবিরকে হারাতে কোমর বেঁধে নেমেছেন AAP সহ অন্যান্য বিরোধীরা ৷