হায়দরাবাদ, 21 অক্টোবর : আগামী 24 ঘণ্টায় আবারও হায়দরাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ আজ হায়দরাবাদের আবহাওয়া দপ্তরের অধিকর্তা কে নাগারত্ন জানান, যে নিম্নচাপ মধ্য় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তা ধীরে ধীরে মধ্য়-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে আসছে ৷ এর জেরে বৃহস্পতিবার হায়দরাবাদ সহ সে রাজ্য়ের অধিকাংশ জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে ৷ বৃহস্পতিবার মূলত উপকূলের জেলাগুলিতেই সবচেয়ে বেশি বৃষ্টি হবে ৷
আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস হায়দরাবাদে
যে নিম্নচাপ মধ্য় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তা ধীরে ধীরে মধ্য়-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে আসছে ৷ এর জেরে বৃহস্পতিবার হায়দরাবাদ সহ তেলাঙ্গানার অধিকাংশ জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে ৷
ইতিমধ্য়েই তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাও সে রাজ্য়ের সব দপ্তরের ইঞ্জিনিয়ারদের সতর্ক থাকতে বলেছেন ৷ হায়দরাবাদের সব লেক ও ট্য়াঙ্কগুলিতে সর্বক্ষণ নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি ৷ এর জন্য় 15 টি বিশেষ দল তৈরি করেছেন তিনি ৷ পাশাপাশি নিচু এলাকায় বসবাসকারী সব মানুষদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যেতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে তেলাঙ্গানা সরকার ৷
গত এক সপ্তাহে এই শতকের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হায়দরাবাদে ৷ যার জেরে প্রায় 70 জনের মৃত্য়ু হয়েছে ৷ আর যাতে কোনও প্রাণহানি না হয়, তা সুনিশ্চিত করতে তৎপর তেলাঙ্গানা সরকার ৷ ইতিমধ্য়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় তেলাঙ্গানার জন্য 2 কোটি টাকার আর্থিক সাহায্য় ঘোষণা করেছে ৷ এর জন্য় পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রীকে ফোনে ধন্য়বাদও জানিয়েছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী ৷