পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট শিবাঙ্গী - নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট

ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট হলেন সাব লেফটন্যান্ট শিবাঙ্গি । আজ কোচির নৌসেনা ঘাঁটিতে তিনি কাজে যোগ দেন তিনি ।

পাইলট শিবাঙ্গী
ছবি

By

Published : Dec 2, 2019, 7:32 PM IST

Updated : Dec 2, 2019, 8:40 PM IST

দিল্লি, 2 ডিসেম্বর : ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট হলেন সাব লেফটন্যান্ট শিবাঙ্গী । প্রাথমিক প্রশিক্ষণের পর গতবছর তাঁকে ভারতীয় নৌসেনায় নিয়োগ করা হয় । আজ কোচির নৌসেনা ঘাঁটিতে তিনি কাজে যোগ দেন । নজরদারি বিমান ওড়াবেন শিবাঙ্গী ।

বিহারের মুজফ্ফরপুরে জন্ম শিবাঙ্গীর। DAV পাবলিক স্কুলে পড়াশোনা। সিকিম মনিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে উচ্চশিক্ষা । শিবাঙ্গী বলেন, "আমি খুব সাধারণ ঘরের মেয়ে । আমার বাবা একটি সরকারি স্কুলের অধ্যক্ষ । মা গৃহবধূ । কোনও মেনস্ট্রিম বিষয় নিয়ে পড়াশোনা করিনি । এটা জানার পরও আমার মা-বাবা সবসময় আমার পাশে থেকেছেন ।"

নিজের পেশা সম্পর্কে জানাতে গিয়ে শিবাঙ্গি বলেন, "আমার আকাশ ছোঁয়ার স্বপ্ন বরাবরের । খুব ছোটোবেলায় বাড়ির কাছে একটি চপার নামতে দেখি । সেখানে পাইলটকে দেখেছিলাম । সেই থেকে পাইলট হতে চেয়েছিলাম । "

নজরদারি বিমান ওড়াবেন শিবাঙ্গী

ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণ অ্যাকাডেমির 27 NOC কোর্সে SSC পাইলট হিসেবে যোগ দেন শিবাঙ্গী । ছ'মাস প্রশিক্ষণের পর ডুন্ডিগাল বায়ুসেনা প্রশিক্ষণ অ্যাকাডেমির PC7 বিমানে তাঁর প্রশিক্ষণ হয় । গতবছর জুনে নৌবাহিনীতে নিয়োগ করা হয় তাঁকে ।

শিবাঙ্গী বলেন,"দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম । অবেশেষে দিনটি এল । দারুণ অনুভূতি । এখন আমার প্রশিক্ষণের তৃতীয় ধাপ পূর্ণ করার অপেক্ষায় রয়েছি ।"

শিবাঙ্গী আরও বলেন, "প্রশিক্ষণের সময় আমাদের বলা হত, বিমান জানে না পুরুষ না মহিলা কে তাকে ওড়াচ্ছে । এখানে শুধুমাত্র দক্ষতার প্রয়োজন । যদি কোনও প্রতিবন্ধকতা থেকে থাকে তাহলে তা আমাদের মনে রয়েছে । এত ভালো পেশা আর কী হতে পারে ? আপনি সবসময় আকাশে উড়ছেন । এটা স্বপ্নের মতো ।"

এবছরের সেপ্টেম্বরে উইং কমান্ডার অঞ্জলি সিং ভারতীয় সেনার প্রথম মহিলা "কূটনীতিবিদ" হিসেবে নিযুক্ত হন । এর আগে 2019 সালের অগাস্ট মাসে বায়ুসেনার উইং কম্যান্ডার এস ঢামি দেশের প্রথম মহিলা অফিসার হিসেবে একটি ফ্লাইং ইউনিটের ফ্লাইট কম্যান্ডার নিযুক্ত হন ।

Last Updated : Dec 2, 2019, 8:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details