পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 14, 2020, 7:47 PM IST

ETV Bharat / bharat

ঝুঁকি নিতে চায় না, স্টাইরিন মনোমারের ট্যাঙ্ক দক্ষিণ কোরিয়ায় পাঠাচ্ছে এলজি পলিমার্স

কোনওরকম ঝুঁকি নিতে চায় না এলজি পলিমার্স ইন্ডিয়া । স্টাইরিন মনোমারের ট্যাঙ্কগুলিকে দক্ষিণ কোরিয়ায় পাঠাতে শুরু করেছে তারা ।

LG Polymers begins shipment of styrene to South Korea
বিশাখাপত্তনমে লিক হওয়া স্টাইরিন মনোমারকে নিয়ে যাওয়া হচ্ছে দক্ষিণ কোরিয়ায়

বিশাখাপটনম, 14 মে : কয়েকদিন আগে বিশাখাপটনমে গ্যাস লিক হয়ে মৃত্যু হয় 12 জনের ৷ অসুস্থ হয়ে পড়ে 400 জনেরও বেশি ৷ আর সেখানে থাকা বাকি স্টাইরিন মনোমারের ট্যাঙ্কগুলিকে দক্ষিণ কোরিয়ায় পাঠানো শুরু হয়েছে বলে জানাল এলজি পলিমার্স ইন্ডিয়া।

সংস্থাটি জানায়, সমস্ত ঝুঁকি কমাতে দক্ষিণ কোরিয়ায় জাহাজের মাধ্যমে স্টাইরিন মনোমারের পাশাপাশি বন্দরের স্টাইরিন ট্যাঙ্কগুলিও পাঠানো শুরু হয়েছে । সিওল থেকে প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল এলজি পলিমার্স ইন্ডিয়া প্ল্যান্টেও এসেছেন । একটি বিবৃতিতে বলা হয়েছে, উৎপাদন, পরিবেশ ও সুরক্ষা বিশেষজ্ঞের দল বর্তমানে ওই গ্যাস লিকের বিষয়টি তদন্ত করছে ৷ ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পদক্ষেপ করা হচ্ছে ৷ একটি বিশেষ টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে ৷ যা ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের সাহায্য করছে ৷

এলাকার বাসিন্দাদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ৷ এছাড়াও সেখানকার বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা ও ভবিষ্যতে চিকিৎসার খরচ বহন করবে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে ৷

সংস্থাটির তরফে জারি করা বিবৃতিতে আরও বলা হয়েছে, " খুব শীঘ্রই স্বাস্থ্য ও পরিবেশগত সমীক্ষা চালানোর জন্য বিশেষজ্ঞদের আনা হবে ৷ এছাড়াও সামাজিক দায়বদ্ধতা থেকে কতগুলি প্রকল্প গ্রহণ করা হবে ৷ ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই চেষ্টা করা হবে ৷ "

ABOUT THE AUTHOR

...view details