বিশাখাপটনম, 14 মে : কয়েকদিন আগে বিশাখাপটনমে গ্যাস লিক হয়ে মৃত্যু হয় 12 জনের ৷ অসুস্থ হয়ে পড়ে 400 জনেরও বেশি ৷ আর সেখানে থাকা বাকি স্টাইরিন মনোমারের ট্যাঙ্কগুলিকে দক্ষিণ কোরিয়ায় পাঠানো শুরু হয়েছে বলে জানাল এলজি পলিমার্স ইন্ডিয়া।
সংস্থাটি জানায়, সমস্ত ঝুঁকি কমাতে দক্ষিণ কোরিয়ায় জাহাজের মাধ্যমে স্টাইরিন মনোমারের পাশাপাশি বন্দরের স্টাইরিন ট্যাঙ্কগুলিও পাঠানো শুরু হয়েছে । সিওল থেকে প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল এলজি পলিমার্স ইন্ডিয়া প্ল্যান্টেও এসেছেন । একটি বিবৃতিতে বলা হয়েছে, উৎপাদন, পরিবেশ ও সুরক্ষা বিশেষজ্ঞের দল বর্তমানে ওই গ্যাস লিকের বিষয়টি তদন্ত করছে ৷ ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পদক্ষেপ করা হচ্ছে ৷ একটি বিশেষ টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে ৷ যা ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের সাহায্য করছে ৷