মুজফফরপুর, 4 অক্টোবর : চলতি বছরের জুলাইয়ে দেশজুড়ে বেড়ে চলা গণপিটুনি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন 49 জন বিশিষ্টজন৷ সেই চিঠির পরিপ্রেক্ষিতে বিহারের মুজফ্ফরপুরে আজ দেশদ্রোহিতার অভিযোগে FIR দায়ের হল তাঁদের বিরুদ্ধে ৷ তার মধ্যে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন , মণিরত্নম, শ্যাম বেনেগল, অনুরাগ কাশ্যপ, শুভা মুদগল ও রামচন্দ্র গুহ-র মতো বিশিষ্টজনরা ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, 49 জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির দেশদ্রোহিতা, ধর্মীয় ভাবাবেগে আঘাত, শান্তি ও শৃঙ্খলাভঙ্গের প্ররোচনা মূলক প্রচার, গণ অসন্তোষ তৈরি ইত্যাদি ধারায় মামলা রুজু করা হয়েছে৷
মুজফ্ফরপুরের আইনজীবী সুধীর কুমার ওঝা মুজফ্ফরপুর জেলা আদালতে একটি পিটিশন দায়ের করেন ৷ সেখানে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে দেশের ভাবমূর্তি কলঙ্কিত করা, প্রধানমন্ত্রীর কার্যক্ষমতাকে অপমান করা, ও দেশদ্রোহী আচরণকে সমর্থন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ এই অভিযোগের ভিত্তিতে 20 অগাস্ট মুজফ্ফরপুর আদালতের প্রধান বিচারক সূর্যকান্ত তিওয়ারি মামলা রুজু করার আদেশ দেন ৷ সেই আদেশের ভিত্তিতেই বিশিষ্টজনদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ৷
এদিকে, এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস নেতা রাহুল গান্ধি সাংবাদিক বৈঠকে বলেন, "দেশে কী চলছে গোটা বিশ্ব জানে । লুকোনোর কিছু নেই । ক্রমশ স্বৈরতন্ত্রের দিকে আমরা এগোচ্ছি । প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ কিছু বললেই তাঁকে জেলে পুরে দেওয়া হচ্ছে ।"