পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সরকারের বর্ষপূর্তি উপলক্ষ্যে 10 কোটি পরিবারের কাছে পৌঁছাবে প্রধানমন্ত্রীর চিঠি - narendra modi

কেন্দ্রীয় সরকারের বর্ষপূর্তি উপলক্ষ্যে 10 কোটি পরিবারের কাছে চিঠির মাধ্য়মে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়া হবে ।

ছবি
ছবি

By

Published : May 28, 2020, 4:43 PM IST

দিল্লি, 27 মে : 2019 সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে NDA সরকার । সেই সরকারের একবছর পূর্ণ হতে চলেছে 30 মে । এবার সেই উপলক্ষ্য়ে BJP-র তরফে অভিনব কর্মসূচি নেওয়া হয়েছে । প্রতিটি জেলায় একটি করে ভার্চুয়াল র‌্যালির আয়োজন করা হয়েছে তাদের তরফে । সোশাল মিডিয়াকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে দলের বার্তা, কর্মসূচি । এই অভিনব কর্মসূচিতে 10 কোটি পরিবারের কাছে চিঠির মাধ্য়মে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়া হবে । আজ একথা জানান BJP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব ।

তিনি বলেন, "কোরোনা পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সামাজিক দূরত্ব বজায় রাখা । তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বুথ প্রতি দু'জন কর্মী চিঠিগুলি বিতরণ করবে । মোট 10 কোটি পরিবারের কাছে পৌঁছে যাবে এই চিঠি ।" এই চিঠিতে বর্তমান পরিস্থিতি ও ভবিষ্য়তে সরকারের নীতি নির্ধারণের বিষয়গুলি তুলে ধরা হবে । তাঁর বক্তব্য, "প্রতিটি জেলা একটি ভার্চুয়াল র‌্যালির সাক্ষী থাকবে । চিঠিগুলিতে আত্মনির্ভরতা, দেশের কোরোনা পরিস্থিতি, কোরোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ, সামাজিক সচেতনতা, ভোকাল ফর লোকাল অর্থাৎ বিশ্ববাজারে স্থানীয় ব্র্যান্ডের প্রচার সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে । চিঠির মধ্য দিয়েই প্রধানমন্ত্রী এই সকল ইশুতে বার্তা দেবেন । এর মাধ্য়মে আগামীদিনে উক্ত বিষয়গুলিতে সরকারের নীতি নির্ধারণের বিষয়টিও প্রতিফলিত হবে ।"

সোশাল মিডিয়াকে কেন বেছে নিলেন ? তিনি বলেন, "সময়ের সঙ্গে সঙ্গে দলের রাজনৈতিক রণকৌশল, প্রচার সহ সব কিছু বদলাচ্ছে । 1950-70 সালে যে কোনও প্রচার অভিযানে প্যামফ্লেট, পোস্টারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল । আশির দশকে রেডিয়ো অন্য়তম মাধ্যম হয়ে উঠেছিল । তারপর নব্বইয়ের দশকে TV-র মাধ্যমে এক বৈপ্লবিক পরিবর্তন আসে । এখন আমরা দেখতে পাচ্ছি, ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপকে কীভাবে ব্যবহার করা হচ্ছে । তাই বর্তমান পরিস্থিতি এমনকী নির্বাচনী প্রচারেও আমরা এই নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার করব। তা ছাড়া বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা খুব জরুরি । তাই কোনওরকম মিটিং, মিছিল, সমাবেশ না করে এভাবেও মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় ।"

ABOUT THE AUTHOR

...view details