পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 17, 2020, 2:50 PM IST

ETV Bharat / bharat

ধৃত লস্কর জঙ্গি, উদ্ধার বাইকসহ 6টি গাড়ি

শনিবার লস্কর-ই-তইবার এক জঙ্গিকে জম্মু-কাশ্মীরের পাম্পোর থেকে গ্রেপ্তার করল পুলিশ ৷ পাশাপাশি পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতকে জেরা করে ছ'টি গাড়ি উদ্ধার করেছে তারা ৷ যার মধ্য়ে রয়েছে একটি টাভেরা, দু'টি অল্টো এবং তিনটি বাইক ৷ এই সবগুলি নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ চালানোর জন্য় ব্য়বহার করার পরিকল্পনা ছিল ৷

let-militant-associate-arrested-in-pampore
ধৃত লস্কর জঙ্গি, উদ্ধার বাইক সহ 6টি গাড়ি

শ্রীনগর, 17 অক্টোবর : দক্ষিণ কাশ্মীরের পাম্পোর থেকে শনিবার লস্কর-ই-তইবার এক জঙ্গিকে গ্রেপ্তার করল জম্ম-কাশ্মীর পুলিশ ৷ এমনই জানাল স্থানীয় পুলিশ প্রশাসন ৷ সে আত্মঘাতী হামলা চালাতে আসা জঙ্গিদের আত্মগোপন করতে সাহায্য় করত ৷ পাশাপাশি পুলওয়ামা, খের ও কাকাপোরায় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করত বলে জেনেছে পুলিশ প্রশাসন৷ ধৃত ওই জঙ্গির নাম হারিস শরিফ রাথর বলে জানা গিয়েছে ৷ সে পাম্পোরের জাফরন কলোনিতে থাকত ৷ লস্করের ওই জঙ্গির কাছ থেকে বেশকিছু জেহাদি বই ও ট্রেনিংয়ের সামগ্রী উদ্ধার করা হয়েছে ৷

হারিস শরিফের বিরুদ্ধে পাম্পোর থানায় বেআইনি ও জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে FIR করা হয়েছে ৷ উল্লেখ্য় শুক্রবারই জম্মু-কাশ্মীর পুলিশ ছ'জন পাকিস্তানি জঙ্গিকে গ্রেপ্তার করেছিল ৷ সেই সূত্রেই এ দিন পাম্পোর থেকে হারিসকে গ্রেপ্তার করে পুলিশ ৷ ওই ছয় জঙ্গিকে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাতে সাহায্য় করেছিল হারিস শরিফ রাথর ৷ এইসব জঙ্গিদের সন্দেহের বশে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ ৷ তখনই জেরার মুখে পড়ে তাদের মদতকারী হারিসের নাম পুলিশের কাছে জানায় ধৃত ছয় জঙ্গি ৷ এ নিয়ে কাশ্মীরের IG বিজয় কুমার জানান, লস্কর জঙ্গি সইফুল্লাহ সব দুই জঙ্গিকে মদত করেছিল হারিস ৷ দ্বিতীয় ওই জঙ্গি বারজুল্লা এনকাউন্টারে এই সপ্তাহে মারা যায় ৷ পাশাপাশি পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতকে জেরা করে ছ'টি গাড়ি উদ্ধার করেছে তারা ৷ যার মধ্য়ে রয়েছে একটি টাভেরা, দু'টি অল্টো এবং তিনটি বাইক ৷ এই সবগুলি নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ চালানোর জন্য় ব্য়বহার করার পরিকল্পনা ছিল ৷

অন্য়দিকে, শনিবারই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে ৷ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে শনিবার এই সংঘর্ষটি হয় ৷ সূত্রের খবর, ওই এলাকায় দুই বা তিন জঙ্গি লুকিয়ে রয়েছে ৷ এ দিন নজরদারি চালানোর সময় আচমকাই নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পালটা জবাবে এক জঙ্গিকে নিকেশ করা গিয়েছে ৷ অনন্তনাগের লারনু এলাকা ঘিরে বাহিনীর তল্লাশি অভিযান জারি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন ৷ আত্মগোপন করে থাকা জঙ্গিদের কাছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক মজুত থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details