পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হান্দওয়ারায় ধৃত লস্কর-ই-তইবার সহযোগী, উদ্ধার অস্ত্র - লস্কর-ই-তইবা-র এক সহযোগী গ্রেপ্তার

গতরাতে হান্দওয়ারা পুলিশ 32 রাষ্ট্রীয় রাইফেল এবং CRPF-এর 92 ব্যাটেলিয়নের সঙ্গে মিলে মান্দিগামে তল্লাশি অভিযান শুরু করে । অভিযান চলাকালীন লস্কর-ই-তইবার সহযোগী ওই ব্যক্তিকে ধরা হয় ৷

Jammu and Kashmir police
জম্মু ও কাশ্মীর পুলিশ

By

Published : Sep 27, 2020, 7:47 AM IST

হান্ডওয়ারা , 27 সেপ্টেম্বর : লস্কর-ই-তইবার এক সহযোগীকে গ্রেপ্তার করল জম্মু ও কাশ্মীর পুলিশ ৷ গতকাল হান্দওয়ারার মান্দিগাম ক্রালগান্দ এলাকায় তল্লাশি চালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয় ৷ তার কাছ থেকে অস্ত্রসস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷

ধৃতের নাম আকিল আহমদ পাররে ৷ মান্দিগামেরই বাসিন্দা ৷ পুলিশ জানিয়েছে , সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে গতরাতে হান্দওয়ারা পুলিশ 32 রাষ্ট্রীয় রাইফেল এবং CRPF-এর 92 ব্যাটেলিয়নের সঙ্গে মিলে মান্দিগামে তল্লাশি অভিযান শুরু করে । অভিযান চলাকালীন এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তারা ৷ সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয় ৷ তল্লাশির সময় তার কাছ থেকে অস্ত্রসস্ত্র উদ্ধার হয়েছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা-র সহযোগী হয়ে কাজ করে ৷

আরও পড়ুন , পাকিস্তানকে জম্মু ও কাশ্মীরে অস্ত্র পাঠানোর নির্দেশ দিচ্ছে চিন : সরকারি সূত্র

তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় ক্রালগান্দ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details