কাসারাগড়, 6 সেপ্টেম্বর : প্রয়াত হলেন কেরলের সন্ত কেশবানন্দ ভারতী শ্রীপাদাগালভারু ৷ বয়স হয়েছিল 79 বছর ৷ বার্ধক্যজনিত অসুখের কারণেই তাঁর মৃত্যু হয় ৷ কেরলের কাসারগড় জেলায় এডনির মঠে আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পুলিশ জানায়, আজ ভোররাত 3 .30 নাগাদ তিনি মারা যান ৷
তাঁর স্মৃতিচারণে নাইডু বলেন, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক মৌলিক কাঠামোগত মামলার জন্য তিনি বহুল পরিচিত ছিলেন ৷ উপ-রাষ্ট্রপতি টুইটে লেখেন, " তাঁর মৃত্যুতে আমরা দেশের অন্যতম একজন আধ্যাত্বিককে হারালাম ৷ তাঁর জীবন ভবিষ্যৎ প্রজন্মকে নতুন পথের আলো দেখাবে ৷ ওম শান্তি ৷ "
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, " সমাজের অবনমিতদের সেবা ও ক্ষমতায়নের ক্ষেত্রে পূজনীয় কেশবানন্দ ভারতীকে আমরা সর্বদা মনে রাখব ৷ তিনি ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ও সংবিধানের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ৷ তিনি সর্বদা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছেন ৷ ওম শান্তি ৷ "
সুপ্রিম কোর্টে কেরল ল্যান্ড রিফর্ম অ্যাক্টকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন জমা করেছিলেন কেশবানন্দ ভারতী ৷ কেরল সরকারের বিরুদ্ধে এই কেসের শুনানি চলেছিল একটানা 68 দিন ধরে ৷ এই মামলার শুনানি শুরু হয় 31 অক্টোবর, 1972 সালে ৷ শেষ হয় মার্চ 23, 1973 সালে ৷ সুপ্রিম কোর্টের দীর্ঘতম মামলা এটি ৷ ভারতীয় সাংবিধানিক আইনে অন্যান্য মামলার তুলনায় এই মামলাটিকে সর্বাধিক উল্লেখ করা হয় । এই রায়টির গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারক বিচারপতি কে চন্দ্রু বলেন, " সংবিধান সংশোধন করা যেতে পারে তবে মৌলিক কাঠামো নয়, এই রায় দেওয়ার জন্য কেশবানন্দ ভারতী মামলাটি গুরুত্বপূর্ণ । "