দিল্লি, 19 অগাস্ট : ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর হাত থেকে স্বর্ণপদক নিতে অস্বীকার করলেন আইনের স্নাতকোত্তরের ছাত্রী । দিল্লির জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী সুরভি কারওয়া । স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম হয়েও প্রতিবাদ জানাতেই সমাবর্তনে গিয়ে স্বর্ণপদক নেননি তিনি । ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ যে তদন্ত প্রক্রিয়া চালিয়েছিল, তা নিয়ে তিনি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন সুরভি ৷ তাই প্রতিবাদ হিসেবে তিনি সমাবর্তনে যাননি ৷
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন এক মহিলা । সুপ্রিম কোর্টের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিনি কর্মরত ছিলেন ৷ ওই মহিলা তাঁর অভিযোগ নিয়ে 22 জন বিচারপতির কাছে হলফনামা জমা দিয়েছিলেন ।