পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লাদাখে সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারত-চিন সেনার 11 ঘণ্টা বৈঠক - লাদাখ সীমান্ত ইশু

এই নিয়ে সপ্তমবার মুখোমুখি হলেন দু'দেশের সেনার উচ্চ-পর্যায়ের আধিকারিকরা ।

Ladakh issue, Corps commander level meeting
Ladakh issue, Corps commander level meeting

By

Published : Oct 13, 2020, 1:32 PM IST

দিল্লি, 13 অক্টোবর : পূর্ব-লাদাখে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে কর্পস কমান্ডার স্তরের বৈঠক ছিল গতকাল । এই নিয়ে সপ্তমবার মুখোমুখি হলেন দু'দেশের সেনার উচ্চ-পর্যায়ের আধিকারিকরা । 11 ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক ।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC)-র কাছে চুশুলে গতকাল দুপুর 12 টা নাগাদ উভয়পক্ষের মধ্যে বৈঠক শুরু হয় । শেষ হয় রাত 11 টা 30 মিনিট নাগাদ । বৈঠকে ভারতের তরফে প্রতিনিধিত্ব করেন 14 নম্বর ব্যাটেলিয়নের কমান্ডার লেফটেন্যান্ট জেনেরাল হরিন্দর সিং । ছিলেন বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব (পূর্ব এশিয়া ) নবীন শ্রীবাস্তব ।

প্রায় 1 লাখের উপর ভারতীয় এবং চিনা সেনা মোতায়েন রয়েছে পূর্ব লাদেখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দু'পাশে । শান্তিপূর্ণভাবে সেনা স্তরে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা করলেও দু'দেশই তলায় তলায় সীমান্তে শক্তি বাড়াচ্ছে ।

সীমান্ত সমস্যার খবর প্রথম প্রকাশ্যে আসে মে মাসের শুরুর দিকে । চিন নিজেদের LAC (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল)-এর পাশে নেটওয়ার্ক তৈরির জন্য রাস্তার কাজ শুরু করেছিল । এরপর ভারতও বর্ডার রোডস অর্গানাইজ়েশনকে দিয়ে LAC-র পাশের নেটওয়ার্ক তৈরি করার কাজ শুরু করে । কিন্তু তাতে বাধা দেয় চিনের সেনা । রুখে দাঁড়ায় ভারতীয় সেনা । এর জেরে লাদাখের তিন জায়গায় মুখোমুখি হয় দুই দেশের সেনা । ক্রমশ বাড়তে থাকে উত্তেজনা । 15 জুন মধ্যরাতে গালওয়ান উপত্যকায় চিন এবং ভারতীয় সেনার মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে আসে । ভারতের 20 জন জওয়ান শহিদ হন । চিনের তরফেও সেনারা আহত এবং নিহত হন ।

সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে শুরু হয় দু'দেশের সেনা স্তরে উচ্চ-পর্যায়ের বৈঠক । এর আগে 21 সেপ্টেম্বর কর্পস কমান্ডার স্তরের বৈঠক হয়েছিল ।

ABOUT THE AUTHOR

...view details