পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অজ্ঞাতপরিচয় মৃতদেহের শেষকৃত্য করেন, পদ্মশ্রী পাচ্ছেন অযোধ্যার চাচা শরিফ - 80-years old Mohammed Sharif will be conferred with Padma Shri

30 বছর ধরে 3000 হিন্দু ও 2500 মুসলিম মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করেছেন বছর 80-এর চাচা শরিফ ওরফে মহম্মদ শরিফ ৷ তাঁর এই কাজের জন্যই এবারে তিনি পাচ্ছেন পদ্মশ্রী সম্মান৷ এর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷

uttar pradesh padma awardee
চাচা শরিফ

By

Published : Jan 26, 2020, 3:28 PM IST

Updated : Jan 26, 2020, 6:53 PM IST

অযোধ্যা, 26 জানুয়ারি : তিনি কোনও ধর্ম দেখেন না ৷ অজ্ঞাতপরিচয় মৃতদেহের শেষকৃত্য করেন নিয়ম মেনে ৷ তার এই সেবার জন্য পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ফৈজ়াবাদের বছর আশির চাচা শারিফ ওরফে মহম্মদ শরিফ ৷

প্রায় 30 বছর ধরে পরিচয়হীন হিন্দু মুসলিম মৃতদেহের শেষকৃত্য করে আসছেন তিনি৷ নাম মহম্মদ শরিফ হলেও লোকের মুখে মুখে চাচা শরিফ হিসেবে পরিচয় পেয়ে আসছেন ৷ পদ্মশ্রী সম্মান প্রাপক হিসেবে তাঁর নাম ঘোষণার পর ETV ভারতের মুখোমুখি হয়ে তিনি বলেন, শেষকৃত্যের সময় দেখেন না মৃতদেহ হিন্দু না মুসলিমের ৷ তাঁর মতে, আমরা প্রত্যেকেই মানুষ৷ আর সেই ধর্মকে মেনেই তিনি এই কাজ করে চলেছেন৷ এখনও পর্যন্ত 3000 হিন্দু ও 2500 মুসলিম মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করেছেন বলেও জানিয়েছেন তিনি ৷ এমনকী যতদিন পারবেন এই কাজ করে যাবেন বলেও জানান চাচা শরিফ৷

সমাজসেবামূলক কাজ অনেকেই করে থাকেন৷ একেক জনের কাজ একেক ধরনের হয়৷ তবে, হঠাৎ কেন এই কাজ করার পথ বেছে নিলেন চাচা শরিফ৷ এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রায় 25 বছর আগে কাজের সূত্রে তাঁর ছেলে সুলতানপুরে যায়৷ সেখানে মেডিকেলের কাজ করত ৷ একদিন নিখোঁজ হয়ে যায় ৷ পরে তার মৃতদেহ পাওয়া যায় ৷ এরপর থেকেই এই কাজ শুরু করেন চাচা শরিফ ৷ মৃত ছেলের স্মরণেই এই কাজ করে আসছেন বলে জানান তিনি৷

পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন অযোধ্যার চাচা শরিফ


পদ্মশ্রী সম্মান পাওয়ার খবর পৌঁছাতেই চাচা শরিফের বাড়িতে পৌঁছে যান বহু মানুষ ৷ খুশিতে চোখের জল ধরে রাখতে পারলেন না মহম্মদ শরিফ৷ ETV ভারতের মুখোমুখি হয়ে তিনি জানালেন তাঁর অভিজ্ঞতার কথা৷ পদ্মশ্রী সম্মান পাওয়ার খবর তাঁর কাছে সবার আগে পৌঁছে দেন ETV ভারতের প্রতিনিধিই৷ তাই ETV ভারতকে বিশেষ ধন্যবাদও জানালেন চাচা শরিফ৷

Last Updated : Jan 26, 2020, 6:53 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details