দিল্লি, 25 জানুয়ারি :পঞ্জাবের প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিন্ত সিংয়ের খুনের ঘটনায় দোষীসাব্য়স্ত বলওয়ান্ত সিং রাজোনার ভাগ্য় নির্ধারণের জন্য় কেন্দ্রকে শেষবারের মতো দু‘সপ্তাহের সময় দিল সুপ্রিম কোর্ট৷ এই সময়ের মধ্য়েই নয়াদিল্লিকে স্থির করতে হবে, ফাঁসির সাজাপ্রাপ্ত বলওয়ান্তের প্রাণভিক্ষার আবেদন আদৌ গ্রাহ্য় করা হবে কি না৷
এর আগে, 4 ডিসেম্বরের শুনানিতেও এ বিষয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে শীর্ষ আদালত৷ 2019 সালের সেপ্টেম্বর মাসে পঞ্জাব সরকারকে একটি চিঠি পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক ৷ তাতে গোটা বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল৷ যার প্রেক্ষিতে গুরুনানকের জন্মজয়ন্তীতে রাজোনার মৃত্য়ুদণ্ড লঘু করার একটা সম্ভাবনা তৈরি হয়৷ বিষয়টি আদালতেরও নজরে আসে৷
সোমবার সলিসিটর জেনেরাল তুষার মেহতা জানান, গোটা বিষয়টি এখনও কেন্দ্রের বিবেচনাধীন রয়েছে৷ তবে খুব শীঘ্রই এ ব্য়াপারে সিদ্ধান্ত নেওয়া হবে৷ সেক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্তের কী প্রভাব পড়ে, তাও খতিয়ে দেখা দরকার৷ তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য় কেন্দ্রের হয়ে আরও তিন সপ্তাহের সময় চেয়ে নেন সলিসিটর জেনারেল৷