দিল্লি, 4 মার্চ : সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে পালাটাচ্ছে যুদ্ধের সংজ্ঞাও ৷ বিংশ শতাব্দীর সেই বড় বড় যুদ্ধের ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, এইসবই এখন আস্তে আস্তে ইতিহাসের পাতায় চলে যাচ্ছে ৷ এমনটাই মনে করছেন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে ৷ আগামী দিনে ব্লকচেইন প্রযুক্তি এবং লেজ়ারের মতো ডিরেক্ট এনার্জির উপর আরও বেশি করে নজর দেওয়া হচ্ছে বলেও জানিয়ে দেন তিনি ৷
ট্যাঙ্ক-যুদ্ধ বিমানের দিন শেষ, বদলাচ্ছে যুদ্ধের সংজ্ঞা : সেনাপ্রধান - এম এম নারওয়ানে
দিন দিন বদলাচ্ছে যুদ্ধের সংজ্ঞা ৷ বিগত কয়েক দশক ধরে সরাসরি যুদ্ধ থেকে দূরে সড়ে আছে চিন ৷ তবুও প্রতিদিনই চিনের সামরিক শক্তি নিয়ে কথা হয় ৷
বালাকোট এয়ার স্ট্রাইককে তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন ৷ বললেন, "বালাকোটের বিমানহানায় আমরা যেভাবে সাফল্য পেয়েছি, তা উল্লেখ করার মতো ৷ সবসময় সরাসরি যুদ্ধের মাধ্যমেই সবকিছুর সমাধান করতে হবে, এমনটা একেবারেই নয় ৷"
সেনাপ্রধান আরও বলেন, "বিগত কয়েক দশক ধরে সরাসরি যুদ্ধ থেকে দূরে রয়েছে চিন ৷ তবুও চিনা সামরিক শক্তি তাদের প্রযুক্তির জোরে প্রতিনিয়ত খবরের শিরোনামে রয়েছে ৷" ভারত এখন এইধরনের প্রযুক্তির দিকেই বেশি নজর দিচ্ছে ৷ পশ্চিম ও উত্তরের সীমান্তে সামরিক শক্তি আরও বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানান নারাভানে ৷