দিল্লি, 20 সেপ্টেম্বর : “দেশীয় কৃষিক্ষেত্র ও কৃষকদের জন্য এ এক যুগান্তকারী দিন ।” রাজ্যসভায় বহুচর্চিত কৃষি বিলগুলির মধ্য়ে দু'টি পাশ হওয়ার পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । বিরোধী শিবিরের প্রতিবাদ ক্রমেই বাড়ছে । তবে এরইমধ্যে নিজেদের বক্তব্যে অনড় সরকার । সরকারের তরফে বারবার বলা হচ্ছে, ছোটো ও প্রান্তিক কৃষকদের ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করবে এই বিলগুলি ।
এদিকে রাজ্যসভায় কৃষি সংক্রান্ত দু'টি বিল পাশ হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী টুইটারে লেখেন, “আজ রাজ্যসভায় যুগান্তকারী কৃষি বিল পাশ হওয়ার মধ্যে দিয়ে আত্মনির্ভর কৃষির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল ।”
তিনি আরও লেখেন, “এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকারের অবিচ্ছিন্ন সংকল্পের ফলস্বরূপ সম্ভব হয়েছে । সংসদে এই দুই বিল পাশ হওয়ার পরে, কৃষিক্ষেত্রে বৃদ্ধি ও বিকাশের নতুন ইতিহাস রচিত হবে ।”
এই বিলগুলি শুধুমাত্র যে দেশের খাদ্য সুরক্ষাকে শক্তিশালী করবে, তাই নয় কৃষকদের আয়কেই দ্বিগুণ করবে বলে মনে করছেন তিনি ।