শ্রীনগর, 17 অগাস্ট : সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে নিয়ন্ত্রণ রেখায় গুলি পাকিস্তানের । শহিদ হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান । নাম সন্দীপ থাপা । আজ সকাল থেকে রাজৌরির নৌসেরা সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা । পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনারাও । এখনও চলছে গুলি বিনিময় ।
কাশ্মীরে ফের গুলি পাকিস্তানের, শহিদ এক ভারতীয় জওয়ান - পাকিস্তান
সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে নিয়ন্ত্রণ রেখায় গুলি পাকিস্তানের । শহিদ হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান । তাঁর নাম ল্যান্স নায়েক সন্দীপ থাপা ।
ফাইল ফোটো
ভারতীয় সেনার মুখপাত্র জানিয়েছেন, ল্যান্স নায়েক সন্দীপ থাপা দেরাদুনের বাসিন্দা । পাকিস্তানের ছোঁড়া গুলি লেগে তিনি গুরুতর আহত হন । পরে তাঁর মৃত্যু হয় ।
তিনি আরও জানান, সকাল সাড়ে ছটা থেকে পাকিস্তানের সেনারা গুলিবর্ষণ শুরু করে ।
Last Updated : Aug 17, 2019, 7:05 PM IST