পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

JD(U)-র হয়ে ভোট প্রচারে লালুর পুত্রবধূ - Aishwarya Rai

2018 সালে লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপের সঙ্গে বিয়ে হয় বিশিষ্ট রাজনীতিক চন্দ্রিকা রাইয়ের মেয়ে ঐশ্বর্য রাইয়ের ৷ কিছুদিন আগে পরিবারের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তোলেন তিনি ৷

Aishwarya
ঐশ্বর্য রাই

By

Published : Oct 31, 2020, 11:28 AM IST

পটনা, 31 অক্টোবর : নীতিশ কুমারের হয়ে ভোটের ময়দানে এবার লালু প্রসাদ যাদবের পুত্রবধূ ঐশ্বর্য রাই ৷ বিহারের বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের দলের হয়ে ভোট প্রচার সারলেন তিনি ৷ তাঁর বাবা চন্দ্রিকা রাইয়ের হয়ে পরসায় ভোট প্রচার করেন তিনি ৷ মানুষের কাছে আর্জি জানান, তাঁর বিরুদ্ধে হওয়া অবিচারের জবাব দিতে হবে ভোটের মাধ্যমে ৷

2018 সালে লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপের সঙ্গে বিয়ে হয় বিশিষ্ট রাজনীতিক চন্দ্রিকা রাইয়ের মেয়ে ঐশ্বর্য রাইয়ের ৷ বেশ কিছুদিন আগে পরিবারের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তোলেন তিনি ৷ অভিযোগ, পরিবারের লোকেরা তাঁর উপর প্রায়ই অত্যাচার চালাতেন ৷ এরপরেই তিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন ৷ কোর্টে বিবাহ বিচ্ছেদের মামলাও করেন ৷ বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে ৷

চন্দ্রিকা রাই এর আগে RJD-র সদস্য ছিলেন ৷ কিন্তু, পারিবারিক তিক্ততার জেরে তিনি লালু প্রসাদের হাত ছেড়ে নীতিশের হাত ধরেন ৷ এবছর বিধানসভা নির্বাচনে JD(U)-র হয়ে পরসা থেকে লড়ছেন তিনি ৷ 1985 থেকে 2005 সালের মধ্যে পরসা থেকে পাঁচবার জয়ী হয়েছেন তিনি ৷ এদিন বাবার হয়ে পরসায় রোড শো করেন ঐশ্বর্য ৷ তাঁর বিরুদ্ধে হওয়া অবিচারের বিরুদ্ধে মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি ৷ আগামী 3 নভেম্বর পসরায় হতে চলেছে নির্বাচন ৷ ফলাফল 10 নভেম্বর ৷ ঐশ্বর্য রাইয়ের ভোট প্রচার কি আদৌ কাজে লাগবে ? এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details