মাহোবা, 15 জুন : উত্তরপ্রদেশের মাহোবা জেলায় পঙ্গপালের আক্রমণ । রাসায়নিক স্প্রে করে প্রায় আধ কিলোমিটার জুড়ে কয়েক লাখ পঙ্গপাল মারল জেলা প্রশাসন ।
উত্তরপ্রদেশে রাসায়নিক স্প্রে করে খতম কয়েক লাখ পঙ্গপাল - Uttar Pradesh
মাহোবা জেলায় গতকাল পঙ্গপাল হানা দেয় । রাসায়নিক স্প্রে করে কয়েক লাখ পঙ্গপাল খতম করে জেলা প্রশাসন ।
মাহোবা জেলায় গতকাল বিকেলে পঙ্গপাল হানা দেয় । এরপর বান্দা জেলায় প্রবেশ করে পঙ্গপালের দল । মাহোবার জেলা কৃষি আধিকারিক ভীর প্রতাপ সিং বলেন, “পঙ্গপালের দল 10 শতাংশ সবজি নষ্ট করতে পেরেছে । বাকি সময় তারা গাছের উপর বসেছিল । গতকাল বিকেলে কমলখেরা গ্রামে একটি বাগানে হানা দেয় পঙ্গপালের দল ।” তিনি আরও জানান, “পঙ্গপালের দল গ্রামের ঢোকার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কৃষি দপ্তর থেকে রাসায়নিক স্প্রে করা হয় । দমকলের গাড়ি এনে রাসায়নিক স্প্রে করে কয়েক লাখ পঙ্গপাল মারা সম্ভব হয়েছে । কিছু পঙ্গপাল বৃষ্টিতে মরে গেছে । তবে এলাকায় এখনও কিছু পঙ্গপালের ঘুরে বেড়াচ্ছে । তাদের উপর কড়া নজরদারি রেখেছে স্থানীয় প্রশাসন ও কৃষকরা । হামিরপুরের জেলা কৃষি আধিকারিক সরোজ কুমার তিওয়ারি বলেন, ”হাওয়ার গতিবেগ ছত্তরপুর জেলার দিকে রয়েছে । পঙ্গপালের দল সেদিকে এগোচ্ছে । তাদের আটকাতে রাসায়নিক প্রস্তুত রাখা হয়েছে । পাশাপাশি কৃষকদের সতর্ক করা হয়েছে ।"
গতবছর ইরান থেকে পাকিস্তানে ঢুকেছিল । এবছর এপ্রিল মাসে পাকিস্তান থেকে ভারতে ঢোকে পঙ্গপাল । সীমান্ত অতিক্রম করে প্রথমে রাজস্থানে, তারপর এক এক করে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে সাম্রাজ্য বিস্তার করেছে । পাকিস্তানে পঙ্গপালের উপদ্রবের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল ।