পঞ্চকুলা (হরিয়ানা), 5 জানুয়ারি: রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরালা ও হিমাচল প্রদেশের পর এবার হরিয়ানাতেও বার্ড ফ্লু'র থাবা! লক্ষাধিক মুরগির মৃত্যুর পর এমনটাই মনে করা হচ্ছে। অন্যান্য রাজ্যে মতো সেখানেও অ্যভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভাইরাস পাখির শরীরে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। হরিয়ানার দু'টি জেলার একাধিক পোলট্রিতে লক্ষাধিক মুরগির মৃত্যু হয়েছে। সেই মুরগিগুলির কয়েকটিকে নমুনা হিসেবে মধ্যপ্রদেশের ভোপালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
হরিয়ানায় মৃত্যু লক্ষাধিক মুরগির, বার্ড ফ্লু সন্দেহ - বার্ড ফ্লু
পশুখাদ্য দপ্তরের তরফে প্রতি জেলায় সতর্কতা জারি করেছে। এই ভাইরাস যাতে না ছড়াতে পারে তার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যদিকে, হিমাচল প্রদেশের পং দাম লেকে শতাধিক শীতকালীন পরিযায়ী পাখির মৃত্যুর পর, কাঙ্গরার জেলা শাসক ফতেহপুর, দেহরা, জাওয়ালি এবং ইন্দোরা এলাকায় পোলট্রি দ্রব্য সরবরাহ বন্ধ করে দিয়েছেন ।
পশুখাদ্য দপ্তরের তরফে প্রতি জেলায় সতর্কতা জারি করেছে। এই ভাইরাস যাতে না ছড়াতে পারে তার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যদিকে, হিমাচল প্রদেশের পং দাম লেকে শতাধিক শীতকালীন পরিযায়ী পাখির মৃত্যুর পর, কাঙ্গরার জেলা শাসক ফতেহপুর, দেহরা, জাওয়ালি এবং ইন্দোরা এলাকায় পোলট্রি দ্রব্য সরবরাহ বন্ধ করে দিয়েছেন । হিমাচল প্রদেশের বন্যপ্রাণ দপ্তর অ্যভিয়ান ইনফ্লুয়েঞ্জা অর্থাৎ, এইচ5এন1 ভাইরাসের অস্তিত্ব স্বীকার করেছে। অ্যভিয়ান ইনফ্লুয়েঞ্জা মূলত অ্যভিয়ান পাখির মধ্যে থাকে। যাকে ‘এ’ টাইপ ভাইরাস বলা হচ্ছে।