শিমলা , 17 জুন : লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে চিন সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হন 20 ভারতীয় সেনা জওয়ান । এই ঘটনার পর দুই জেলার সীমান্ত এলাকায় কড়া সতর্কবার্তা জারি করল হিমাচলপ্রদেশ সরকার ।
পুলিশ সুপার কুশল শর্মা বলেন, "লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় দু'পক্ষের সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য চিন সীমান্তবর্তী কিন্নৌর ও লাহাউল-স্পিতি জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে । গোয়েন্দা বিভাগকেও এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে ।"
ETV ভারতকে সূত্রের দেওয়া খবর অনুযায়ী, কিন্নৌরের প্রায় 14টি গ্রামের বাসিন্দাদের সীমান্তবর্তী এলাকার আশপাশে যেতে বারণ করে দেওয়া হয়েছে । এই গ্রামগুলিতে সেনাদের যান চলাচল এবং ভারতীয় সেনাকর্তাদের তৎপরতা লক্ষ্য করা গেছে ।