হায়দরাবাদ : আবহবিদ এবং বেসরকারি বৃষ্টি বিশেষজ্ঞরা জানিয়েছেন যে লা নিনার জন্য জানুয়ারিতে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি ৷ এর ফলে 1000 পারসেন্টেজ ডিপার্চার ফ্রম নরম্যাল (পিডিএন) এর থেকেও বেশি বৃষ্টি হয়েছে ৷
জানুয়ারির 1 তারিখ থেকে 16 জানুয়ারি পর্যন্ত তামিলনাড়ুতে বৃষ্টি হয়েছে 136.3 মিলিমিটার ৷ এটা সবচেয়ে বেশি বৃষ্টিপাত ৷ ওই সময়ে কেরালায় বৃষ্টি হয়েছে 102.1 মিলিমিটার ৷ ওই সময়ে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় বৃষ্টির পরিমাণ ছিল 22 মিলিমিটার, 15 মিলিমিটার, 1.7 মিলিমিটার ৷
কেরালার বৃষ্টিপাতে পিডিএন-এর পরিমাণ 2073 ৷ যা সর্বাধিক ৷ কর্নাটকে এর পরিমাণ 1365, তামিলনাড়ুতে এর পরিমাণ 1008 ও অন্ধ্রপ্রদেশে এর পরিমাণ 150 ৷
তেলেঙ্গানা একমাত্র রাজ্য, যেখানে জানুয়ারিতে বৃষ্টির ব্যাপক পরিমাণ ঘাটতি ছিল ৷ জানুয়ারিতে এই রাজ্যে বৃষ্টির পরিমাণ 5.4 মিলিমিটার ৷ আর এই রাজ্যের পিডিএন 68 ৷
জানুয়ারিতে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা ও কর্নাটকে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ যথাক্রমে 12.3 মিলিমিটার, 6.1 মিলিমিটার, 5.4 মিলিমিটার, 4.7 মিলিমিটার ও 1.5 মিলিমিটার ৷
এই সময়টা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে নর্থ ইস্ট মনসুন’স উইথড্রল (এনইএম)-এর সময় ৷ বিশেষজ্ঞদের অনুমান যে এর ফলে 1921 সালের সব বেশি বৃষ্টি হচ্ছে এই রাজ্যগুলিতে ৷ আর তা যদি না হয়, তাহলে এটা তামিলনাড়ুতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে চলেছে ৷
আরও পড়ুন : জি 20 বৈঠকে প্রধানমন্ত্রী, নজর জলবায়ু পরিবর্তন মোকাবিলায়
কে শ্রীকান্ত, একজন অত্যন্ত জনপ্রিয় আবহাওয়া সংক্রান্ত ব্লগার, তিনি চেন্নাইয়ে থাকেন ৷ তাঁর চেন্নাই রেইনস হ্যান্ডেল এ তিনি 11 ডিসেম্বর, 2020-তে তিনি পূর্বাভাস দিয়েছিলেন যে পোঙ্গল এর আগে ভারী বৃষ্টিপাত হতে চলেছে ৷ শ্রীকান্ত বলেন, ‘‘প্রতিটি বছর লা নিনার সময় যে বেশি বৃষ্টিপাত হবে, তা সব সময় বাধ্যতামূলক নয় ৷ লা নিনার বছরে এনইএম দেরিতে হবে এটাই স্বাভাবিক ৷ তবে এটা প্রতি বছরের বিষয় নয় ৷ 1921 সালের পর এই প্রথম জানুয়ারিতে 141.2 মিলিমিটার বৃষ্টি হল জানুয়ারিতে ৷’’
বৃষ্টি সংক্রান্ত বিশেষজ্ঞদের মতে এর ফলে হয় অত্যন্ত গরম পড়তে পারে ৷ অথবা ভারী বৃষ্টিপাত হবে ৷ অথবা দুটোই হতে পারে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য ঘটতে পারে ৷ তিনি বলেন, ‘‘পৃথিবীতে সবচেয়ে বেশি তাপমাত্রা রয়েছে আরব সাগর ও বঙ্গোপসাগর ৷ এই ধরনের ঘটনা ভারতীয় উপমহাদেশে বারবার ঘটবে ৷ আর এটার পরিমাণ কম হবে, তা হওয়ার সম্ভাবনা কম ৷’’
চেন্নাইয়ে রয়েছে রিজিওনাল মেটেরোলজিক্যাল সেন্টার রয়েছে ৷ সেখানেই রয়েছে এরিয়া সাইক্লোন ওয়ার্নিং সেন্টার ৷ সেখানকার ডিরেক্টর এন পুভাইরাসান শ্রীকান্তের মতামতের প্রেক্ষিতে জানিয়েছেন বেশি বৃষ্টিপাত বিশ্বের প্রভাবের সঙ্গেই সংযুক্ত ৷
আরও পড়ুন : বাড়তে চলেছে দেশের গড় তাপমাত্রা