দিল্লি, 24 মে: কোরোনাকে সঙ্গে নিয়েই চলতে হবে, এটি একপ্রকার অঘোষিত সত্য হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে ৷ প্রধানমন্ত্রীও বলেছেন, ‘‘মাস্ক আধুনিক সভ্যতার লক্ষণ ৷’’ সেই কথাকে মাথায় রেখেই খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের (KVIC)-র তরফ থেকে শনিবার ত্রিস্তরীয় খাদি সিল্কের মাস্ক প্রকাশ করা হল ৷
উদ্বোধনের দিনে খাদি কর্তৃপক্ষের তরফ থেকে হলুদ, সবুজ ও অন্যান্য বিভিন্ন রঙের পাঁচ হাজার মাস্ক প্রকাশ করা হয় ৷ এই মাস্কগুলির দাম ধার্য করা হয়েছে 90 টাকা ৷
KVIC-র অধিকর্তা ভি কে সাক্সেনা বলেন, ‘‘এই খাদি সিল্ক মাস্কগুলি তৈরি করা হয়েছে হাতে বোনা কাপড়ে ৷ এরমধ্যে দুটি স্তরে সুতির খাদি কাপড় ও সবচেয়ে উপরের স্তরে ব্যবহার করা হয়েছে সিল্কের কাপড়, যা এই মাস্ককে উন্নতমানের ও বিদেশে রপ্তানিযোগ্য পণ্য বানায় ৷’’
বিভিন্ন রঙে মিলবে সিল্কের ত্রিস্তরীয় মাস্ক তিনি আরও বলেন, ‘‘বিদেশে খাদি মাস্কের রপ্তানির ফলে দেশে প্রচুর কাজের সুযোগ তৈরি হবে ৷ ‘‘লোকাল টু গ্লোবাল’’ ও ‘‘ভোকাল ফর লোকাল’’-র আদর্শ উদাহরণ এই খাদির মাস্ক ৷’’
এই স্টাইলিশ মাস্কগুলির মধ্যে দুটি স্তর সুতির ও একটি স্তর সিল্কের ৷ সুতির দুটি স্তর মেকানিক্যাল শিল্ড ও সিল্কের স্তরটি ইলেকট্রোস্ট্যাকিক শিল্ডের কাজ করবে ৷ এই মাস্কের ব্যবহারে শ্বাস প্রশ্বাসের যেমন সুবিধা হবে, তেমনই এটা ত্বকেরও কোনও ক্ষতি করবে না ৷ পুনর্ব্যবহারযোগ্য ও পুনর্নবীকরণ যোগ্য হওয়ায় কম খরচে এই মাস্ক নিঃসন্দেহে একটি আধুনিক পণ্য বলেই দাবি করা হচ্ছে খাদির তরফ থেকে ৷