কচ্ছ (গুজরাত), 22 অক্টোবর : প্রকাশ্যে এল এক নৃশংস হত্যার ঘটনা ৷ স্ত্রী ও তিন শিশুকন্যাকে খুনের অভিযোগ উঠল ৷ বুধবার কচ্ছের মান্দভি তেহসিলের জখনিয়া গ্রামের ঘটনা ৷
কচ্ছ পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্ত্রীকে বিষ দিয়ে এবং তিন শিশু কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে ৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ৷
মৃতদের নাম ভাবনা (32), ধ্রুপ্তি (10), কিঞ্জল (7) এবং ধর্মিষ্ঠা (2) ৷ অভিযুক্তের নাম জাখু সংহার ওরফে শিবাজি ৷ অভিযুক্ত সম্পর্কে ভাবনার স্বামী ৷ কিছু সমস্যা নিয়ে দম্পতির মধ্যে ঝগড়া বাধে ৷ যার পরে ভাবনা ঘরের বাইরে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে ৷ সেই সময় ভয় পেয়ে শিবাজি তাঁকে খুন করে বলে পুলিশ জানিয়েছে ৷