পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজনীতিতে ভুল করে এসেছিলাম, নিজেকে সরিয়ে নিতে চাই : কুমারস্বামী - jds

গতমাসে কর্নাটকে কুমারস্বামীর নেতৃত্বাধীন কংগ্রেস-জনতা দল সেকুলার জোট সরকারের পতন হয়েছে । এরপরই আজ রাজনীতির প্রতি নিজের অনীহা প্রকাশ করেন কুমারস্বামী ।

রাজনীতিতে ভুল করে এসেছিলাম, নিজেকে সরিয়ে নিতে চাই : কুমারস্বামী

By

Published : Aug 3, 2019, 9:45 PM IST

বেঙ্গালুরু, 3 অগাস্ট : "রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিতে চাই ৷ রাজনীতিতে ভুল করে চলে এসেছিলাম ।" বক্তা সদ্য কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ খোয়ানো এইচ ডি কুমারস্বামী । গতমাসে কর্নাটকে কুমারস্বামীর নেতৃত্বাধীন কংগ্রেস-জনতা দল সেকুলার জোট সরকারের পতন হয়েছে । BJP-র জন্য মুখ্যমন্ত্রীর গদি হারিয়েছেন কুমারস্বামী । রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সেকারণেই রাজনীতিতে থাকার ইচ্ছে হারিয়েছেন কুমারস্বামী ।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমারস্বামী বলেন, "আমি ভাবছি রাজনীতি থেকে দূরে থাকব । আমি অপ্রত্যাশিত ভাবে মুখ্যমন্ত্রী হই । আমাকে ঈশ্বর দু'বার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দিয়েছিলেন । আমি আমার পদে কাউকে তুষ্ট করার জন্য ছিলাম না । আমি রাজ্যের মানুষের হিতে কাজ করার চেষ্টা করেছি । আমি নিজের কাজে সন্তুষ্ট ।"

ঘোড়া কেনাবেচা, দুর্নীতি, অসহযোগিতাসহ একাধিক অভিযোগ তুলে কুমারস্বামীর বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছিলেন জোট সরকারের 15 জন বিধায়ক । পরে সেই দলে যোগ দেন আরও দুই নির্দল বিধায়ক । কর্নাটক ছেড়ে মুম্বইয়ে গিয়ে থাকতে শুরু করেন বিক্ষুব্ধ বিধায়করা । এর পরই শুরু হয় আস্থাভোট নিয়ে জল্পনা । বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত । অবশেষে আস্থা ভোটে পরাজিত হয় কুমারস্বামীর জোট সরকার । ম্যাজিক ফিগার 103 হলেও জোট সরকারের দখলে পড়ে মাত্র 99টি ভোট ।

এর আগে গতবছর কর্নাটকে বিধানসভা নির্বাচন হয় ৷ 224 আসনের মধ্যে দুটি আসনে ভোট স্থগিত ছিল ৷ BJP জিতেছিল 104টি আসনে । 78টি আসন ছিল কংগ্রেসের দখলে ৷ জনতা দল (সেকুলার) জিতেছিল 37টি আসনে ৷ একটি আসন পেয়েছিল মায়াবতীর BSP ৷ দুটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী ৷ তৃতীয় দল হিসেবে উঠে এসেও মুখ্যমন্ত্রিত্ব পায় JD(S)-এর কুমারস্বামী । তবে সেই মেয়াদ ছিল কয়েক মাসের । এরপরই আজ রাজনীতির প্রতি নিজের অনীহা প্রকাশ করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details