কর্নাটক, 6 জুন : কর্নাটকে এইচ ডি কুমারাস্বামীর জোট সরকার গভীর সংকটে । আজ দুপুরে শাসক জোটের 11 বিধায়ক বিধানসভার স্পিকারের অফিসে গিয়ে পদত্যাগ করলেন । ওই বিধায়কদের মধ্যে 8 জন কংগ্রেসের এবং 3 জন জনতা দল (সেকুলার)-এর । এর জেরে বিধানসভায় সংখ্যালঘু হয়ে পড়ল কুমারাস্বামীর সরকার ।
কর্নাটকে গভীর সংকটে জোট সরকার, 11 বিধায়কের ইস্তফা - Kumaraswami
কর্নাটকে এইচ ডি কুমারাস্বামীর জোট সরকার গভীর সংকটে । আজ শাসক জোটের 11 জন বিধায়ক বিধানসভার স্পিকারের অফিসে গিয়ে পদত্যাগ করেন । এর জেরে বিধানসভায় সংখ্যালঘু হয়ে পড়ল কুমারাস্বামীর সরকার ।
উল্লেখ্য, কর্নাটক বিধানসভায় আসন সংখ্যা 225 । ম্যাজিক ফিগার 116 । গতবছর বিধানসভা ভোটে জনতা দল (সেকুলার) 37টি এবং কংগ্রেস 80টি আসন পেয়েছিল । BJP পেয়েছিল 104টি আসন । নির্বাচনের পর কংগ্রেস ও জনতা দল (সেকুলার) জোট করে সরকার গঠন করে । গত সোমবার ইস্তফা দেন কংগ্রেস ও জনতা দল (সেকুলার) - এর একজন করে বিধায়ক । আজ আরও 8 বিধায়ক পদত্যাগ করায় শাসক জোটের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল 107 । ফলে সংখ্যা গরিষ্ঠতা হারাল জোট সরকার ।
তবে সরকার বাঁচাতে চেষ্টার কসুর করছে না কংগ্রেস ও জনতা দল (সেকুলার) । জোটের বিধায়কদের নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন উপ মুখ্যমন্ত্রী জি পরমেশ্বরা এবং শিবকুমার । গোটা ঘটনায় কংগ্রেসের তরফে BJP-র বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলেছে কংগ্রেস নেতৃত্ব । যদিও BJP-র রাজ্য সভাপতি বি এস ইয়েদুরাপ্পা বলেছেন, শাসক জোটের বিধায়কদের পদত্যাগের পেছনে BJP-র কোনও ইন্ধন নেই । তবে যদি সরকারের পতন হয় তবে রাজ্যপালের অবশ্যই BJP-কে সরকার গঠনে ডাকা উচিত ।