দিল্লি, 6 ডিসেন্বর : সরকার সাহায্য না করলে ভোডাফোন ও আইডিয়া বন্ধ হয়ে যেতে পারে । আশাকরি শুধু টেলিকম সেক্টরকে নয়, সামগ্রিক টেলিকম ইন্ডাস্ট্রিকে রক্ষা করতে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার । এই আশা প্রকাশ করেছেন শিল্পপতি ও ভোডাফোন -আইডিয়ার চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা ।
সরকার সাহায্য না করলে ভোডাফোন ও আইডিয়া বন্ধ হয়ে যাবে : কুমার মঙ্গলম বিড়লা - ভোডাফোন -আইডিয়ার চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা ।
ভোডাফোন ও আইডিয়া ভারতের সবচেয়ে বড় মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা । কুমারমঙ্গলম বলেন, সরকার যদি সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তাহলে এই দুই সংস্থা বন্ধ হয়ে যেতে পারে ।
ভোডাফোন ও আইডিয়া ভারতের সবচেয়ে বড় মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা । কুমারমঙ্গলম বলেন, সরকার যদি সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তাহলে এই দুই সংস্থা বন্ধ হয়ে যেতে পারে । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই দুই সংস্থার বাকি থাকা অর্থ ছাড়ের ক্ষেত্রে সরকার সাহায্য না করলে ভোড়াফোন-আইডিয়ার গল্প এখানেই শেষ । এই দুই সংস্থার সরকারের কাছে 53,038 কোটি টাকা বাকি আছে ।
প্রসঙ্গত , বিড়লার আইডিয়া সেলুলার ও ব্রিটিশ টেলিকম জায়েন্ট ভোডাফোনের ভারতীয় ইউনিট গত বছর সংযুক্ত হয় । মুকেশ আম্বানির রিলায়েন্স জিও-র ফ্রি ভয়েস কল সস্তায় ডেটা পরিষেবা দেয় । তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে আইডিয়া-ভোডাফোন চরম সংকটে পড়ে । সরকারকে রেভেনিউ দিতে গিয়ে ত্রৈমাসিক ক্ষতি দাঁড়ায় 1.17 লাখ কোটি টাকা । গত 14 বছরে ভারতী এয়ারটেল , ভোডাফোন আইডিয়া ও অন্য টেলিকমদের সুদ এবং জরিমানা সহ টেলিকম লাইসেন্স ফি এবং স্পেকট্রাম ব্যবহারের চার্জ হিসাবে পরিশোধ করতে হবে প্রায় 1.47 লাখ কোটি টাকা দিতে হয়েছে । এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া সুদ ও জরিমানা মকুবের জন্য সরকারের কাছে আবেদন করেছে ।