কুল্লু (হিমাচলপ্রদেশ), 11 জানুয়ারি : দেশে অনলাইন প্রতারণার ঘটনা বেড়েই চলেছে ৷ গ্রাহকের থেকে OTP জিজ্ঞাসা করে প্রতারণার অভিযোগে সারা দেশ থেকে গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন ৷ অনলাইন প্রতারণার অভিযোগে পশ্চিমবঙ্গের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল কুল্লু জেলার পুলিশ ৷ ধৃতদের নাম কৃষ্ণা গুপ্ত ও অরুণ আগরওয়াল ৷ কৃষ্ণা গুপ্ত আসানসোলের ও অরুণ আগরওয়াল আসানসোলের মানিকপাড়ার বাসিন্দা ৷
হিমাচলে অনলাইন প্রতারণা, গ্রেপ্তার আসানসোলের 2 বাসিন্দা - হিমাচল প্রদেশ
অনলাইন প্রতারণার অভিযোগে পশ্চিমবঙ্গের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল হিমাচলপ্রদেশের কুল্লু জেলার পুলিশ ৷ ধৃতদের নাম কৃষ্ণা গুপ্ত ও অরুণ আগরওয়াল ৷ জানা গেছে, ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড ও নকল সিম কিনে তারা প্রতারণা করত ৷
ইতিমধ্যেই অনলাইন প্রতারণার অভিযোগে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে 4 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ঘটনাপ্রসঙ্গে কুল্লু জেলার ASP রাজকুমার চন্দেল বলেন, কুল্লু পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল ঘটনার তদন্তে নেমে আসানসোল থেকে দুইজনকে গ্রেপ্তার করে ৷
ASP বলেন, প্রতারিত অভিযোগকারীর টাকা নিয়ে এই দুই ধৃত বিগ বাজার থেকে 3 লাখ 96 হাজার গিফট ভাউচার কিনে অন্য অভিযুক্তদের মধ্যে ছড়িয়ে দেয় ৷ প্রতারণা চক্রটির চার জনকে গ্রেপ্তার করে আগেই কুল্লু আনা হয়েছিল ৷ বাকি দুই জনকেও আনা হচ্ছে ৷ জানা গেছে, ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড ও নকল সিম কিনে তারা প্রতারণা করত ৷ ধৃতদের কাছ থেকে পুলিশ একটি ল্যাপটপ, একটি হার্ডডিস্ক, 5 টি মোবাইল, 29 টি সিম, 4 টি মেমোরি কার্ড, 4 টি প্যান ড্রাইভ, 8 টি ব্যাঙ্কের ATM কার্ড, একটি অনলাইন টাকা লেনদেন সংস্থার 3টি কার্ড, 4 টি ভোটার কার্ড এবং একটি আধার কার্ড উদ্ধার করেছে ।