দিল্লি, 13 মার্চ : কুলদীপ সিং সেঙ্গারের দশ বছরের কারাদণ্ডের আদেশ দিল দিল্লি হাইকোর্ট । 2017 সালে উত্তরপ্রদেশের উন্নাওয়ের নাবালিকার বাবাকে খুনের অপরাধে তাঁকে এই সাজা শোনায় আদালত । সেই নাবালিকাকেই ধর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে ।
কুলদীপ সেঙ্গারের ভাই অতুল সেঙ্গারও এই কাজে অপরাধী । তাঁদের দু'জনকে নির্যাতিতার পরিবারকে 10 লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । দিল্লির একটি আদালত আজ এই রায় দেয় । জেলা বিচারক ধর্মেশ শর্মা বলেন, "নির্যাতিতা তাঁর বাবাকে হারিয়েছেন । তিনি তাঁর বাড়িতে ফিরে যেতে পারছেন না । পরিবারে চারটে বাচ্চা রয়েছে । তিনজন মেয়ে । "
নির্যাতিতার বাবাকে খুনের মামলায় জড়িত ছিল দুই পুলিশকর্মী । তাদের ক্ষেত্রেও একই রায় শুনিয়েছে আদালত । নির্যাতিতার বাবার বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মিথ্যে চার্জ আনার অপরাধে দুই পুলিশকর্মীর 10 বছরের কারাদণ্ড শোনায় আদালত । তারা জামিনে ছাড়া পেয়েছিল ।
গত বছর অগাস্টে আদালতে কুলদীপ সিং সেঙ্গার এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে নির্যাতিতার বাবাকে মারধর করা এবং আর্মস অ্যাক্টের মিথ্যে কেসে তাঁকে ফাঁসানোর অভিযোগে চার্জ তৈরি হয় । আদালতের তরফে জানানো হয়, একটি দেশি পিস্তল তাঁর কাছে রাখা হয়েছিল । এবং পুলিশ স্টেশনেই নির্যাতিতার মারধর করেছিল তারা । নির্যাতিতার বাবার শরীরে 18টি গুরুতর আঘাত ছিল । সেইসময় কুলদীপ সেঙ্গার দিল্লিতে ছিলেন । উন্নাওয়ের পুলিশের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর । নির্যাতিতার বাবাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয় । পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে তাকে মারধর শুরু করে ।
পেটে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে নির্যাতিতার বাবাকে হাসপাতালে ভরতি করা হয় । সেই সময় তাঁর মুখে অনেক জায়গায় রক্ত জমাট বেঁধেছিল । তাঁর ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছিল, রক্তে বিষাক্তকরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে । তাঁর শরীরে মোট 14 জায়গায় রক্ত জমেছিল ।