দিল্লি, 4 মার্চ : উন্নাও ধর্ষণে নির্যাতিতার বাবাকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হলেন BJP-র বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ৷ কুলদীপের সঙ্গে আরও 6 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ আজ দিল্লির তিস হাজারি কোর্টে তাদের দোষী সাব্যস্ত করা হয় ৷
উন্নাও ধর্ষণে নির্যাতিতার বাবাকে হত্যায় দোষী সাব্যস্ত কুলদীপ সিং সেঙ্গার - উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতার বাবাকে হত্যা
উন্নাও ধর্ষণে নির্যাতিতার বাবাকে হত্যায় দোষী সাব্যস্ত বহিষ্কৃত BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার সহ আরও 6 জন ৷ দিল্লির তিস হাজারি কোর্ট আজ তাদের দোষী সাব্যস্ত করে ৷
উন্নাও
2018 সালে ধর্ষণে নির্যাতিতার বাবাকে হত্যার অভিযোগ ওঠে সেঙ্গারের বিরুদ্ধে ৷ যদিও অভিযুক্ত আরও 4 জনকে বেকসুর খালাস করেছে তিস হাজারি কোর্ট ৷
2017 সালে নাবালিকাকে ধর্ষণের জন্য গত বছর ডিসেম্বরেই তাঁকে দোষী সাব্যস্ত করে দিল্লির তিস হাজারি কোর্ট ৷ এর আগে তাঁকে ধর্ষণ ও ভয় দেখানোর জন্য ভারতীয় দণ্ডবিধির 376 ধারা ও POCSO আইনের সেকশন 5(C) ধারায় দোষী সাব্যস্ত করা হয় ৷
Last Updated : Mar 4, 2020, 2:08 PM IST