বেঙ্গালুরু, 10 সেপ্টেম্বর : কোরোনা আক্রান্ত হলেন কর্নাটকের পশুপালন দপ্তরের মন্ত্রী প্রভু চ্যবান । বুধবার কোরোনা পরীক্ষা করাতে দিয়েছিলেন তিনি । আজ রিপোর্ট পজ়িটিভ আসে ।
দিনকয়েক আগে মন্ত্রীর গাড়ির চালক, নিরাপত্তারক্ষী ও PA কোরোনায় আক্রান্ত হন । একসঙ্গে এতজন স্টাফ আক্রান্ত হওয়ায় মঙ্গলবার থেকে বিদারে নিজের বাড়িতে কোয়ারানটিনে রয়েছেন চ্যাবন । এদিন তাঁর রিপোর্ট পজ়িটিভ আসার পর বাকি স্টাফদের টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়েছে ।