পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কলকাতায় 5 হাজার গাছের অকাল পতনে দূষণ, বিপদ বাড়বে আরও - লকডাউনের পর কলকাতায় বাড়বে দূষণ মাত্রা, আশঙ্কা পরিবেশবিদদের

আমফানের দাপটে বিশালাকৃতির গাছগুলি সমূলে উপড়ে মাটিতে নুয়ে পড়েছে । কলকাতা পৌরনিগমের ঘোষণা অনুযায়ী ঘূর্ণিঝড়ে 5000 গাছের ক্ষতি হয়েছে । তার মধ্যে বেশ কিছু গাছ 50 বছরের পুরনো । যদিও পরিবেশবিদদের মতে নষ্ট হওয়া গাছের সংখ্যা দশ হাজারের মতো ।

Kolkata
Kolkata

By

Published : May 24, 2020, 4:25 PM IST

Updated : May 24, 2020, 6:57 PM IST

কলকাতা, 24 মে: আমফানের দাপটে শহর কলকাতায় উপড়ে পড়ে নষ্ট হয়েছে হাজার হাজার গাছ । সংখ্যাটা পাঁচ হাজার বা তারও বেশি । যে কারণে তিলোত্তমায় দূষণ বাড়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা । এখন লকডাউনের কারণে পথে যানবাহনের সংখ্যা কম । কিন্তু লকডাউন ওঠার পর শহরের দূষণ ভয়াবহ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা ।

দূষিত কার্বন শুষে নিয়ে শহরকে দূষণের হাত থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শহরের বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা বড় বড় গাছগুলির । এই গাছপালার কারণেই লকডাউনের সময় কলকাতার বাতাসের মান উন্নত হয়েছিল । আমফানের দাপটে বিশালাকৃতির গাছগুলি সমূলে উপড়ে মাটিতে নুয়ে পড়েছে । কলকাতা পৌরনিগমের ঘোষণা অনুযায়ী ঘূর্ণিঝড়ে 5000 গাছের ক্ষতি হয়েছে । তার মধ্যে বেশ কিছু গাছ 50 বছরের পুরনো । যদিও পরিবেশবিদদের মতে নষ্ট হওয়া গাছের সংখ্যা দশ হাজারের মতো । পরিবেশবিদ সোমেন্দ্রনাথ ঘোষ বলেছেন, "রাস্তার ধারে বেড়ে ওঠা এক তৃতীয়াংশ গাছ উপড়ে পড়েছে । যার ফলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দূষণের মাত্রা 2.5 PM লেভেলে পৌঁছে যেতে পারে বলে আমাদের অনুমান । কারণ লকডাউনের পর ততদিনে শহরের রাস্তায় আট লাখ গাড়ি চলাচল শুরু করবে ।"

আসছে বর্ষায় বিশাল সংখ্যায় গাছ লাগানোর কথা বলছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড । কলকাতা পৌরনিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর্সের সদস্য দেবাশিস কুমার বলেছেন, "পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমরা বৃক্ষরোপণ অভিযান চালু করব । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শহরের সবুজ ফিরিয়ে আনতে গাছ লাগানোর কথা বলেছেন । তার আগে আমাদের কাজ হচ্ছে উপড়ে পড়া গাছগুলিকে দ্রুত সরিয়ে ফেলা । যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ চলছে ।" তাঁর মতে, একটা বড় গাছের ক্ষতিপূরণ করতে আরও দশটি গাছ লাগানো প্রয়োজন ।

শুধুমাত্র রবীন্দ্র সরোবরেই 200টি গাছ উপড়ে পড়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি বা KMDA-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুধীন নন্দী । এই ক্ষতি মেটাতে 100টি গাছ পুর্নস্থাপন করবে KMDA ।

Last Updated : May 24, 2020, 6:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details