কলকাতা, 24 মে: আমফানের দাপটে শহর কলকাতায় উপড়ে পড়ে নষ্ট হয়েছে হাজার হাজার গাছ । সংখ্যাটা পাঁচ হাজার বা তারও বেশি । যে কারণে তিলোত্তমায় দূষণ বাড়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা । এখন লকডাউনের কারণে পথে যানবাহনের সংখ্যা কম । কিন্তু লকডাউন ওঠার পর শহরের দূষণ ভয়াবহ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা ।
দূষিত কার্বন শুষে নিয়ে শহরকে দূষণের হাত থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শহরের বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা বড় বড় গাছগুলির । এই গাছপালার কারণেই লকডাউনের সময় কলকাতার বাতাসের মান উন্নত হয়েছিল । আমফানের দাপটে বিশালাকৃতির গাছগুলি সমূলে উপড়ে মাটিতে নুয়ে পড়েছে । কলকাতা পৌরনিগমের ঘোষণা অনুযায়ী ঘূর্ণিঝড়ে 5000 গাছের ক্ষতি হয়েছে । তার মধ্যে বেশ কিছু গাছ 50 বছরের পুরনো । যদিও পরিবেশবিদদের মতে নষ্ট হওয়া গাছের সংখ্যা দশ হাজারের মতো । পরিবেশবিদ সোমেন্দ্রনাথ ঘোষ বলেছেন, "রাস্তার ধারে বেড়ে ওঠা এক তৃতীয়াংশ গাছ উপড়ে পড়েছে । যার ফলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দূষণের মাত্রা 2.5 PM লেভেলে পৌঁছে যেতে পারে বলে আমাদের অনুমান । কারণ লকডাউনের পর ততদিনে শহরের রাস্তায় আট লাখ গাড়ি চলাচল শুরু করবে ।"