কোচি, 23 জুন : COVID-19 এর বিরুদ্ধে যেসব স্বাস্থ্যকর্মী লড়াই করছেন, তাঁঁদের জন্য এক অভিনব যন্ত্র আবিষ্কার করলেন ইঞ্জিনিয়ারিং-এর এক পড়ুয়া । ডিভিনিস ম্যাথিউ নামে কোচির রাজাগিরি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ‘অটো টেম্প ক্যামেরা ইন্টিগ্রেশন’ নামে একটি যন্ত্র আবিষ্কার করেছেন । ওই যন্ত্রের মাধ্যমে থার্মাল স্ক্রিনিংয়ের দ্বারা কোনও স্বাস্থ্যকর্মী COVID-19 আক্রান্ত কি না তা চিহ্নিত করা যাবে ।
কোরোনা মোকাবিলায় বিশেষ যন্ত্র আবিষ্কার কোচির পড়ুয়ার - কোচি
কোচির রাজাগিরি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ডিভিনিস একটি যন্ত্র আবিষ্কার করেছেন । ডিভিনিসের তৈরি অটো টেম্প যন্ত্র সেন্সরের মাধ্যমে মানব শরীরের তাপমাত্রা মাপতে সক্ষম ।
ডিভিনিসের তৈরি অটো টেম্প যন্ত্র সেন্সরের মাধ্যমে মানব শরীরের তাপমাত্রা মাপতে সক্ষম । যদি কারওর দেহের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয় তাহলে ওই যন্ত্র সেই ব্যক্তির ছবি তুলে নেবে । এরপর Wifi-এর মাধ্যমে সেই ছবি কম্পিউটারের সার্ভারে পাঠিয়ে দেবে । কোচির কাক্কানাদের রাজাগিরি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের B.Tech ফাইনাল বর্ষের ছাত্র ডিভিনিস । এই যন্ত্র বানাতে তাঁঁকে সাহায্য করেছেন ওই কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান স্মিনু ইসুধীন । ডিভিনিস সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন, "দেহের তাপমাত্রা মাপার সময় কম সংস্পর্শে আসার চিন্তাভাবনা থেকে এই যন্ত্র তৈরির কথা ভাবি । কয়েক সপ্তাহের মধ্যে যন্ত্রটি তৈরি করা হয়েছে ।"
ডিভিনিসের তৈরি যন্ত্রটির দাম চার হাজার টাকা । রাজাগিরি কলেজের অধ্যাপক ইসুধীন স্বাস্থ্যকর্মীদের সুবিধার জন্য পড়ুয়াদের একটি যন্ত্র তৈরি করতে বলেন । ব্যাটারিচালিত এই যন্ত্রটি যে কোনও জায়গা থেকে চালনা করতে পারবেন স্বাস্থ্যকর্মীরা । এর জন্য কোনও মানুষের খুব কাছাকাছি যাওয়ার প্রয়োজন পড়বে না । তাপমাত্রা মাপার সঙ্গে সঙ্গে ওই যন্ত্র 'চিকিৎসককে দেখান' , ‘আপনি ঠিক আছেন’ এই ধরনের মেসেজ দেবে ।