পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অ্যামেরিকায় গান্ধি মূর্তি ভাঙার অভিযোগ খলিস্তান সমর্থকদের বিরুদ্ধে

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গোটা ঘটনার সঙ্গে জড়িত খালিস্তানি সমর্থকরা ।

khalistani-elements-deface-mahatma-gandhi-statue
khalistani-elements-deface-mahatma-gandhi-statue

By

Published : Dec 13, 2020, 9:45 PM IST

ওয়াশিংটন, 13 ডিসেম্বর: অ্যামেরিকায় কৃষক আন্দোলনের সমর্থকদের বিরুদ্ধে মহত্মা গান্ধির মূর্তি ভাঙার অভিযোগ উঠল । রবিবার রীতিমতো তাণ্ডব চালানো হয় অ্যামেরিকায় ভারতীয় দূতাবাসের সামনে । ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গোটা ঘটনার সঙ্গে জড়িত খালিস্তানি সমর্থকরা ।

ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, "দূতাবাসের সামনে মহাত্মা গান্ধি মেমোরিয়াল প্লাজ়ার গান্ধি মূর্তিটি ভেঙে ফেলে খালিস্তান সমর্থকরা । আন্দোলনের নামে গোটা পৃথিবীর শান্তির দূত গান্ধির মূর্তি ভাঙার তীব্র নিন্দা করা করছি আমরা।"

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রথমে হলুদ পতাকা দিয়ে গান্ধিমূর্তিটি ঢেকে দেওয়া হয় । তারপর ভাঙচুর চালানো হয় মূর্তিটিতে । 2000 সালে মূর্তিটির উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details