ত্রিবান্দ্রাম, 15 অক্টোবর : তীর্থ যাত্রীদের জন্য খুলতে চলেছে সবরিমালা মন্দিরের দরজা । আজ বিকেল পাঁচটায় তুলামাসা পুজোর জন্য খোলা হবে মন্দির । তবে ভক্তরা আগামীকাল থেকে মন্দির প্রাঙ্গণে প্রবেশের অনুমতি পাবেন ।
আজ খুলছে কেরালার সবরিমালা মন্দির - কোরোনা
তুলামাসা পুজোর জন্য আজ বিকেলে খোলা হবে মন্দির । আগামীকাল থেকে কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন তীর্থযাত্রীরা ।
Sabrimala Temple
মন্দিরে প্রবেশের জন্য কোরোনা নেগেটিভ সার্টিফিকেট আবশ্যিক । পাম্বা পৌঁছনোর 48 ঘণ্টা আগে তীর্থযাত্রীদের নমুনা পরীক্ষা করতে হবে ।
কোরোনা পরীক্ষার পাশাপাশি তীর্থযাত্রীদের অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে । মন্দির চত্বরে পৌঁছানোর আগে নীলাকলে অ্যান্টিজেন টেস্ট করাতে হবে । প্রতিদিন 250 জনকে মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হবে । কোরোনা সংক্রান্ত সরকারি বিধি-নিষেধ মানতে হবে ।