পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেরালায় বিধায়কের ধরনা, গোবরজলে এলাকা শুদ্ধিকরণ কংগ্রেসের ! - Kerala CONGRESS

শনিবার ত্রিশূরের কাছে চেরপ্পু গ্রামে ধরনায় বসেন নত্তিকা বিধানসভা কেন্দ্রের CPI(M) বিধায়ক গীতা গোপী । গোবরজল ছিটিয়ে ধরনাস্থলটি ‘শুদ্ধ’ করা হয় বলে অভিযোগ । যুব কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন ওই বিধায়ক ।

গোবরজল ছিটিয়ে ধরনাস্থলটি ‘শুদ্ধ’ করা হয় বলে অভিযোগ । যুব কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন ওই বিধায়ক ।

By

Published : Jul 29, 2019, 5:13 PM IST

ত্রিশূর, 26 জুলাই : রাস্তার হাল একেবারেই বেহাল ৷ তাই ধরনায় বসেছিলেন এক বিধায়ক ৷ তিনি দলিত হওয়ায় ধরনাস্থলে গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণের অভিযোগ উঠল যুব কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি কেরলের ত্রিশূরের ।

শনিবার ত্রিশূরের কাছে চেরপ্পু গ্রামে ধরনায় বসেন নত্তিকা বিধানসভা কেন্দ্রের CPI(M) বিধায়ক গীতা গোপী । পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়রদের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গীতা । তাঁর এলাকার রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগও করেন । সে দিনই গীতার এই কর্মসূচির বিরুদ্ধে পালটা প্রতিবাদ মিছিল করেন কেরালার যুব কংগ্রেস কর্মী-সমর্থকরা ।

কংগ্রেসের দাবি, সাধারণ মানুষকে বোকা বানাতেই এ ধরনের ধরনা-বিক্ষোভ করেছেন রাজ্যের শাসকদলের বিধায়ক । মিছিল করে তাঁরা পৌঁছে যান পূর্ত দপ্তরের অফিসের সামনে সেই ধরনাস্থলে । সেখানে পৌঁছে শুদ্ধকরণ অনুষ্ঠান করেন । গোবরজল ছিটিয়ে ধরনাস্থলটি ‘শুদ্ধ’ করা হয় বলে অভিযোগ । যুব কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন ওই বিধায়ক । তাঁর দাবি, গোটা অনুষ্ঠানটিই জাতপাতের ভেদাভেদে ইন্ধন জুগিয়েছে ৷

কেরালার সংস্কৃতি মন্ত্রী একে বলানের মত, ''এ ধরনের অনুষ্ঠান কেবলমাত্র উত্তর ভারতেই দেখা যায় । এটা বরদাস্ত করা যায় না ।'' রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেন, "এ ধরনের কাজে বিক্ষোভকারীদের ''রাজনৈতিক সংস্কৃতি'' আসলে কী তা বোঝা যায় । যদিও এবিষয়ে BJP-এর তরফে এখনও কোনও বক্তব্য মেলেনি ৷

ABOUT THE AUTHOR

...view details