পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

6 মাস ধরে নাবালকদের যৌন হেনস্থা , কেরলে ধৃত যাজক - kerala-priest-arrested-for-alleged-sex-abuse-of-minors

নাবালকদের যৌন হেনস্থার অভিযোগে কেরলের পেরুমবাদোমে গ্রেপ্তার এক পুরোহিত । নাবালকদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে ।

ছবিটি প্রতীকী

By

Published : Jul 7, 2019, 1:40 PM IST

তিরুবনন্তপুরম , 7 জুলাই : 6 মাস ধরে শারীরিক নিগ্রহ। আবাসিক হোমের নাবালক আবাসিকদের যৌন হেনস্থার অভিযোগ উঠল কেরলেব এক যাজকের বিরুদ্ধে । কেরলের পেুরুমবাদোমে এই ঘটনায় আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে বছর 40-র এক যাজককে । নাবালকদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । তাঁর বিরুদ্ধে POCSO (নাবালকদের যৌন হেনস্থা ) আইনের 9D ধারা , জুভেইনাল জাস্টিস অ্যাক্টের 75 ধারা , ভারতীয় দণ্ড বিধির 377 ধারায় মামলা দায়ের হয়েছে। তাঁকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

ওই যাজকের বিরুদ্ধে অভিযোগ তিনি 2018 সালের ডিসেম্বর থেকে নাবালকদের উপর অত্য়াচার চালিয়ে আসছেন । ঘটনা সামনে আসে গতকাল। ওই হোমের কিছু নাবালক আবাসিক হোম থেকে পালিয়ে গিয়েছিল । রাস্তায় এক অপরিচিত ব্যক্তির ফোন থেকে তারা পরিবারের লোকজনকে সমস্ত ঘটনা জানায়।

আবাসিকদের অভিভাবকরা একত্রে থানায় অভিযোগ দায়ের করেন । এর পরই পুলিশ ওই যাজককে গ্রেপ্তার করে।

ABOUT THE AUTHOR

...view details