পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সবরীমালা মন্দিরে 12 বছরের কিশোরীকে ঢুকতে দিল না পুলিশ - সবরীমালা বিতর্ক

মঙ্গলবার সকাল 10 টা নাগাদ পাম্বার বেস ক্যাম্পে পৌঁছায় কিশোরী ও তাঁর পরিবার ৷ পরিচয়পত্র হিসেবে তাঁদের আধার কার্ড দেখতে চায় পুলিশ ৷ আধার কার্ডে কিশোরীর বয়স দেখার পর পুলিশ জানায় কিশোরীকে বেস ক্যাম্পে থাকতে হবে । মন্দিরে ঢুকতে দেওয়া হবে না । তবে তার পরিবারের বাকিরা মন্দিরের  উদ্দেশে রওনা দিতে পারবেন ৷ একথা শোনার পর কান্নায় ভেঙে পড়ে ওই কিশোরী ৷

thumbnail

By

Published : Nov 19, 2019, 5:19 PM IST

Updated : Nov 19, 2019, 8:02 PM IST

তিরুবনন্তপুরম , 19 নভেম্বর : 12 বছরের এক কিশোরীকে আজ সকালে সবরীমালা মন্দিরে যাওয়ার পথে আটকাল পুলিশ ৷ পরিবারের সঙ্গে পুজো দিতে এসেছিল সে ৷ পরিবারের তরফে পুলিশকে একাধিক বার অনুরোধ করা হয় ৷ কিন্তু কিশোরীকে বেস ক্যাম্পে রেখে পরিবারের বাকিদের মন্দিরে যেতে হবে বলে জানায় কেরালা পুলিশ ৷

মঙ্গলবার সকাল 10 টা নাগাদ পাম্বার বেস ক্যাম্পে পৌঁছায় কিশোরী ও তাঁর পরিবার ৷ পরিচয়পত্র হিসেবে তাঁদের আধার কার্ড দেখতে চায় পুলিশ ৷ আধার কার্ডে কিশোরীর বয়স দেখার পর পুলিশ জানায় কিশোরীকে বেস ক্যাম্পে থাকতে হবে । মন্দিরে ঢুকতে দেওয়া হবে না । তবে তার পরিবারের বাকিরা মন্দিরের উদ্দেশে রওনা দিতে পারবেন ৷ একথা শোনার পর কান্নায় ভেঙে পড়ে ওই কিশোরী ৷

15 নভেম্বর অন্ধ্রপ্রদেশ থেকে আসা 10 মহিলা দর্শনার্থীকেও সবরীমালা মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি । তাঁদের বেসক্যাম্প থেকে ফিরিয়ে দেওয়া হয় ৷ ওইদিন বিকেলেই 41 দিনের বার্ষিক তীর্থযাত্রার জন্য খোলা হয় মন্দির ৷ গত বছর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, সবরীমালা মন্দিরে 10 থেকে 50 বছর বয়সী মহিলাদের ঢুকতে কোনও বাধা নেই । কিন্তু তারপরেও চলতি বছরের 14 নভেম্বর কেরালা সরকার জানায়, মন্দির আন্দোলনের জায়গা নয় ৷ 10 থেকে 50 বছর বয়সী মহিলারা মন্দিরে ঢুকতে চাইলে তাঁদের কোনওরকম সুরক্ষা দেবে না রাজ্য প্রশাসন ৷ কেরালার দেবস্বম বোর্ডের মন্ত্রী কাদাকম্পলি সুরেন্দ্রন বলেন , "মন্দির প্রাঙ্গণে আসতে ইচ্ছুক মহিলাদের আদালতের অনুমতিপত্র আনতে হবে ৷ সবরীমালা মন্দির কোনও আন্দোলনের জায়গা নয় ৷ ত্রুপ্তি দেশাইয়ের মতো সমাজকর্মীদের ক্ষমতা প্রদর্শনের জায়গা নয় এই মন্দির প্রাঙ্গণ ৷ "

শতাব্দী প্রাচীন প্রথা অনুযায়ী সবরীমালা মন্দিরে রজঃস্বলা মহিলাদের (10-50 বছরের) প্রবেশাধিকার ছিল না ৷ কিন্তু গতবছর সুপ্রিম কোর্ট জানায় এই প্রথা লিঙ্গবৈষম্যকে সমর্থন করে ৷ শীর্ষ আদালত তার রায়ে মহিলাদের মন্দিরে প্রবেশাধিকারের অনুমতি দেয় । সেই রায় পুনর্বিবেচনার দাবিতে একাধিক আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে ৷ 14 নভেম্বর শীর্ষ আদালতের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ আবেদনগুলি 7 সদস্যের বেঞ্চে পাঠিয়ে দেয় ৷ তবে মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারের অনুমতি দিয়ে গত বছর সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তাতে 5 সদস্যের বেঞ্চ কোনও স্থগিতাদেশ দেয়নি ।

Last Updated : Nov 19, 2019, 8:02 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details