পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তিরুবনন্তপুরমে COVID-19’এর গোষ্ঠী সংক্রমণ, ঘোষণা পিনারাই বিজয়নের - কোরোনা ভাইরাস

তিরুবনন্তপুরমের উপকূলীয় এলাকার অবস্থা সবথেকে খারাপ ৷ গতকাল একথা জানান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷

community transmission in Kerala
কেরালায় কোরোনা ভাইরাসের সংক্রমণ

By

Published : Jul 18, 2020, 2:14 PM IST

Updated : Jul 18, 2020, 6:03 PM IST

তিরুবনন্তপুরম, 18 জুলাই : দেশে প্রথম গোষ্ঠী সংক্রমণের ঘোষণা করল কেরালা সরকার ৷ রাজধানী তিরুবনন্তপুরমে গোষ্ঠী সংক্রমণের কথা সরকারিভাবে ঘোষণা করেছে কেরালা সরকার ৷ অজ্ঞাত সূত্র থেকে COVID-19 এর সংক্রমণ বেড়ে যাওয়া এবং যেকোনও জায়গায় নতুন ক্লাস্টার জ়োন তৈরি হওয়া, গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত দিচ্ছে ৷ বিভিন্ন এলাকায় নতুন ক্লাস্টার জ়োন যখন তৈরি হচ্ছে, তখন দেখা গেছে যে, সংক্রমিতরা একে অপরের সংস্পর্শে আসেনি ৷

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন গতকাল জানান, ‘‘তিরুবনন্তপুরমের পুল্লুভিলা, পুন্থুরা, আঞ্চুথেঙ্গু, পুঠুকুরেশি এলাকায় গোষ্ঠী সংক্রমণ হয়েছে ৷’’ এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে একজন আরেক জনের সঙ্গে সংস্পর্শ এড়িয়ে চলতে হবে ৷ এর জন্য সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে ৷ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘‘তিরুবনন্তপুরমের উপকূল এলাকার অবস্থা সবথেকে খারাপ ৷’’ পুল্লুভিলা এলাকায় 97টি নমুনা পরীক্ষার মধ্যে 51টি পজ়িটিভ ৷ পুন্থুরা আয়ুষ কেন্দ্রে 50টির মধ্যে 26টি নমুনা পরীক্ষা পজ়িটিভ ৷ পুঠুকুরেশি এলাকায় 75 জনের মধ্যে 20জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ অন্যদিকে আঞ্চুতেঙ্গু এলাকায় 83 জনের নমুনা পরীক্ষার মধ্যে 15জনের পজ়িটিভ আসে ৷

তিরুবনন্তপুরম, কোট্টায়াম, এর্নাকুলাম, মালাপ্পুরম, পান্থমঠিট্টা এবং কাসারাগোড়ে মোট 15 জন স্বাস্থ্যকর্মী COVID-19 আক্রান্ত ৷ পাশাপাশি আল্লাপুঝা এলাকায় একজন ITBP সেনা, ত্রিশূর জেলায় এক BSF সেনা জওয়ান ও একজন KSC আধিকারিক এবং কান্নুরে একজন দমকলবাহিনীর আধিকারিক কোরোনা ভাইরাসে আক্রান্ত ৷ গতকাল রাজ্যের 20টি এলাকা নতুন করে হটস্পট জ়োনের তালিকাভুক্ত হয়েছে ৷ এই নিয়ে কেরালায় 285টি এলাকা হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে ৷ ছ’টি এলাকা হটস্পটের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ৷

Last Updated : Jul 18, 2020, 6:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details