কোচি, 26 সেপ্টেম্বর : বিদেশি ব্যাঙ্কের ঋণ শোধ করার পরও ওই ব্যাঙ্ক থেকে হুমকি ফোন আসার অভিযোগ এনে কেরালা হাইকোর্টে মামলা দায়ের করেন 44 বছর বয়সের এক মহিলা । তিনি এও জানান থানায় অভিযোগ করেও কোনও লাভ হয়নি । হাইকোর্ট আবেদনের ভিত্তিতে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ।
বিচারপতি রাজা বিজয়রাঘবনের সিঙ্গল বেঞ্চ ইরিঞ্জালাকুদার সার্কল ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরকে নির্দেশ দেয়, কারুভান্নুরের ওই মহিলার লিখিত অভিযোগের যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় । ওই মহিলা কোর্টে আবেদন করে জানান, রিয়াদে একটি হাসপাতালে কাজ করার সময় আল রাজিব্যাঙ্কের রিয়াদ শাখায় 72 হাজার 200 সৌদি রিয়ালস(প্রায় 14 লাখ টাকা ) ঋণ নিয়েছিলেন । 2015-এর মে মাসে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কেরালায় ফিরে আসার আগে ঋণ শোধও করে দেন ।