পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতে তৈরি বিদেশি মদের বিক্রয় কর বৃদ্ধির সিদ্ধান্ত কেরালা সরকারের

আর্থিক মন্দা দূর করতে মদের উপরই ভরসা রাখছে প্রায় সমস্ত রাজ্য সরকার । বেশি পরিমাণে আয় করতে মদের দাম বাড়ানো হয়েছে । এবার আয় আরও খানিকটা বৃদ্ধি করতে ভারতে তৈরি বিদেশি মদের(IMFL) উপর বিক্রয় কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেরালা সরকার ।

IMFL
IMFL

By

Published : May 14, 2020, 11:10 AM IST

Updated : May 14, 2020, 11:46 AM IST

তিরুবনন্তপুরম(কেরালা), 14 মে : লকডাউনের জেরে দেশের অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে । এই মন্দা দূর করতে মদের উপরই ভরসা রাখছে প্রায় সমস্ত রাজ্য সরকার । বেশি আয় করতে মদের দাম বাড়ানো হয়েছে । এবার আয় আরও খানিকটা বৃদ্ধি করতে ভারতে তৈরি বিদেশি মদের(IMFL) উপর বিক্রয় কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেরালা সরকার । ফলে IMFL-এর দামও বৃদ্ধি পাবে ।

গতকাল কেরালা মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়, IMFL-এর বিক্রয় কর বাড়ানোর জন্য অর্ডিন্যান্স জারি করতে রাজ্যপালের কাছে সুপারিশ করা হবে । এই সুপারিশ অনুযায়ী, বিয়ার ও ওয়াইনের ক্ষেত্রে 10 শতাংশ করে বিক্রয় কর বৃদ্ধি করা হবে । আর অন্যান্য মদের ক্ষেত্রে বিক্রয় কর বৃদ্ধি করা হবে 35 শতাংশ ।

বর্তমানে ভারতে তৈরি যেসব বিদেশি মদ বা IMFL-এর দাম 400 টাকা বা তার কম সেক্ষেত্রে বিক্রয় কর 202 শতাংশ । আর যে সমস্ত IMFL-এর দাম 400 টাকার উপরে সেক্ষেত্রে বিক্রয় কর 212 শতাংশ । কেরালা সরকারের সুপারিশ অনুযায়ী, 400 টাকা বা তার কম দামের IMFL-এর ক্ষেত্রে বিক্রয় কর হবে 237 শতাংশ । আর যে সমস্ত IMFL-এর দাম 400 টাকার উপরে সেগুলির বিক্রয় কর হবে 247 শতাংশ ।

কেরালা সরকারের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, "যে সমস্ত ক্ষেত্র থেকে রাজ্য সরকার আয় করে সেগুলি লকডাউনের কারণে বন্ধ । লটারি টিকিট বিক্রি বন্ধ । পানশালাগুলিও বন্ধ । ফলে GST আয় প্রচুর পরিমাণে হ্রাস পেয়েছে । তাই আয়ের উপায় খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা ।"

Last Updated : May 14, 2020, 11:46 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details