কোচি, 18 সেপ্টেম্বর : কেরালার সোনা পাচারের মামলায় অভিযুক্তদের বিচারবিভাগীয় হেপাজতের মেয়াদ আরও বাড়ানো হল । মামলায় অভিযুক্ত 12 জনের বিচারবিভাগীয় হেপাজতের সময়সীমা বাড়িয়ে 8 অক্টোবর পর্যন্ত করা হয়েছে । জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-এর আদালতে আজ এই নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি, অন্যতম মূল অভিযুক্ত স্বপ্না সুরেশের জামিনের আবেদনও খারিজ করেছে আদালত ।
প্রসঙ্গত, কেরালা সোনা পাচার মামলায় অভিযুক্ত স্বপ্না সুরেশ তাঁর শারীরিক অবস্থার কারণে আদালতে জামিনের জন্য আবেদন করেছিলেন । কিন্তু সেই আবেদন আজ খারিজ করে দেয় জাতীয় তদন্তকারী সংস্থার আদালত । তবে অভিযুক্ত স্বপ্না সুরেশ যাতে হেপাজতে থাকাকালীন পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে পারেন, সেই ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছে আদালত ।
আজ এক ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 12 জন অভিযুক্তকে আদালতে পেশ করা হয় ।
জাতীয় তদন্তকারী সংস্থা এখনও পর্যন্ত তেলাঙ্গানা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও তামিলনাড়ু থেকে ইসলামিক স্টেটসের সঙ্গে যোগ রয়েছে এমন 17 টি মামলা রুজু করেছে । এখনও পর্যন্ত 122 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে । কেরালায় সোনা পাচারের এই মামলারও তদন্ত করছে NIA । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও কাস্টমসের আধিকারিকরাও তদন্ত চালাচ্ছেন ।