ত্রিবান্দাম, 16 জুলাই : কেরালা সোনা পাচার মামলায় অভিযুক্ত একজনের সঙ্গে যোগাযোগ রয়েছে৷ যার জেরে IAS-এর সার্ভিস রুল লঙ্ঘন হয়েছে৷ সেই কারণে আমলা এম শিবশংকরকে সাসপেনশনের কথা ঘোষণা করলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷
গত সপ্তাহে তাঁকে রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ পাশাপাশি মুখ্যসচিবের পদ থেকেও৷ কারণ, সোনা পাচার মামলায় NIA স্বপ্না সুরেশ নামে একজনকে অভিযুক্ত করে৷ যার ঘনিষ্ঠ এম শিবশংকর ছিল বলে অভিযোগ উঠেছে ৷ চিফ সেক্রেটারির নেতৃত্বাধীন দুই সদস্যের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এম শিবশংকরকে IAS-এর নিয়মবিধি লঙ্ঘনের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওযা হয়৷ এর পাশাপাশি স্পেস পার্ক প্রোজেক্টের কাজের জন্য স্বপ্না সুরেশের বিরুদ্ধে ভুয়ো নথি জমা দেওয়ার অভিযোগ উঠেছে৷ যার তদন্ত করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী৷