পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেরালা সোনা পাচার মামলা : এম শিবশংকরের আগাম জামিন খারিজ, হেপাজতে নিল ED - এম শিবশঙ্কর

প্রিন্সিপাল সেক্রেটারি থাকাকালীন নিজের ক্ষমতার অপব্য়বহার করে সংযুক্ত আরব আমিরশাহী থেকে সোনা পাচারে সাহায্য় করেছিলেন তিনি ৷ 5 জুলাই সোনা পাচারের অভিযোগে ভারতে সংযুক্ত আরব আমিরশাহীর কনসুলেটে কর্মরত পি এস সারিথকে গ্রেপ্তার করে NIA।

kerala-gold-scam-case-hc-denies-anticipatory-bail-to-m-sivasankar
সোনাপাচারের ঘটনায় ইডি-র হেপাজতে কেরলের বহিষ্কৃত প্রিন্সিপাল সেক্রেটারি

By

Published : Oct 28, 2020, 12:48 PM IST

তিরুবনন্তপুরম, 28 অক্টোবর : সোনা পাচারে যুক্ত থাকার অভিযোগে কেরালার বহিষ্কৃত প্রিন্সিপাল সেক্রেটারি এম শিবশংকরকে নিজেদের হেপাজতে নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বুধবার কেরালা হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরেই তাঁকে হেপাজতে নিয়েছে ED ৷ গ্রেপ্তারির সময় একটি বেসরকারি আয়ুর্বেদিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিবশংকর ৷

শিবশংকরের বিরুদ্ধে অভিযোগ, প্রিন্সিপাল সেক্রেটারি থাকাকালীন নিজের ক্ষমতার অপব্য়বহার করে সংযুক্ত আরব আমিরশাহী থেকে সোনা পাচারে সাহায্য় করেছিলেন তিনি ৷ 5 জুলাই সোনা পাচারের অভিযোগে ভারতে সংযুক্ত আরব আমিরশাহীর কনসুলেটে কর্মরত পি এস সারিথকে গ্রেপ্তার করে NIA। সেই ঘটনায় প্রধান অভিযুক্ত স্বপ্না সুরেশকেও গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা ৷ অভিযোগ ছিল, পিএস সারিথ কনসুলেটের ব্য়াগে করে সোনা নিয়ে ভারতে ঢুকেছিল ৷ সেই ঘটনার তদন্তে নেমে ইডি ও শুল্ক বিভাগ কেরালার মুখ্য়মন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারির নাম জানতে পারে ৷ তবে, সে সময় NIA-র তরফে আদালতে বলা হয়েছিল, এম শিবশংকরের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ নেওয়ার দরকার নেই ৷ তবে, ইডির তদন্তে তাঁর বিরুদ্ধে হাওয়ালায় টাকা পাচারের অভিযোগ আসে ৷ এরপরেই তাঁকে গ্রেপ্তারের জন্য় তৎপরতা শুরু করে ইডি ৷

সেই সময় নিজের গ্রেপ্তারি এড়াতে কেরালা হাইকোর্টের দ্বারস্থ হন এম শিবশংকর ৷ সেই মামলায় 28 অক্টোবর পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছিল কেরালা হাইকোর্ট ৷ তবে, ইডি ও শুল্ক দপ্তরের তরফে শিবশংকরের জামিনের বিরোধিতা করা হয় ৷ বলা হয়, শিবশংকরকে জামিন দিলে তিনি, ক্ষমতার অপব্য়বহার করে সোনা পাচারের ঘটনায় তথ্য় প্রমাণ লোপাট করতে পারেন ৷ এরপরেই আদালতের তরফে এম শিবশংকরের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয় ৷

সোনা পাচারের ঘটনায় কেরালার মুখ্য়মন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি যুক্ত থাকার ঘটনায় রাজনৈতিক টানাপোড়েনও শুরু হয় ৷ বিতর্ক এড়াতে পিনারাই বিজয়নের সরকার এম শিবশংকরকে প্রিন্সিপাল সেক্রেটারির পদ থেকে সরিয়ে দেয় ৷ এরপর কেরালার IT সেক্রেটারি পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details