তিরুবনন্তপুরম, 28 অক্টোবর : সোনা পাচারে যুক্ত থাকার অভিযোগে কেরালার বহিষ্কৃত প্রিন্সিপাল সেক্রেটারি এম শিবশংকরকে নিজেদের হেপাজতে নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বুধবার কেরালা হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরেই তাঁকে হেপাজতে নিয়েছে ED ৷ গ্রেপ্তারির সময় একটি বেসরকারি আয়ুর্বেদিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিবশংকর ৷
শিবশংকরের বিরুদ্ধে অভিযোগ, প্রিন্সিপাল সেক্রেটারি থাকাকালীন নিজের ক্ষমতার অপব্য়বহার করে সংযুক্ত আরব আমিরশাহী থেকে সোনা পাচারে সাহায্য় করেছিলেন তিনি ৷ 5 জুলাই সোনা পাচারের অভিযোগে ভারতে সংযুক্ত আরব আমিরশাহীর কনসুলেটে কর্মরত পি এস সারিথকে গ্রেপ্তার করে NIA। সেই ঘটনায় প্রধান অভিযুক্ত স্বপ্না সুরেশকেও গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা ৷ অভিযোগ ছিল, পিএস সারিথ কনসুলেটের ব্য়াগে করে সোনা নিয়ে ভারতে ঢুকেছিল ৷ সেই ঘটনার তদন্তে নেমে ইডি ও শুল্ক বিভাগ কেরালার মুখ্য়মন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারির নাম জানতে পারে ৷ তবে, সে সময় NIA-র তরফে আদালতে বলা হয়েছিল, এম শিবশংকরের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ নেওয়ার দরকার নেই ৷ তবে, ইডির তদন্তে তাঁর বিরুদ্ধে হাওয়ালায় টাকা পাচারের অভিযোগ আসে ৷ এরপরেই তাঁকে গ্রেপ্তারের জন্য় তৎপরতা শুরু করে ইডি ৷