দিল্লি, ৫ ফেব্রুয়ারি : কেরালায় বন্যার সময় দুর্গতদের উদ্ধার করতে ব্যবহার করা হয়েছিল বায়ুসেনার বিমান ও হেলিকপ্টার। সেজন্য কেরালা সরকারকে ১০২ কোটি টাকার বিল ধরাল কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় এই তথ্য পেশ করেন প্রতিরক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামরে।
তিনি বলেন, কেরালায় বন্যার সময় ভারতীয় বায়ুসেনার বিমান ৫১৭টি ট্রিপ করেছিল। ৩ হাজার ৫৮৭ জনকে এয়ারলিফ্ট করা হয়েছিল ও ১ হাজার ৩৫০ টন পণ্যসামগ্রী নিয়ে যাওয়া হয়েছিল। এদিকে, বায়ুসেনার হেলিকপ্টার ৬৩৪টি ট্রিপ করেছিল। ২৪৭ টন পণ্যসামগ্রী নিয়ে যাওয়ার পাশাপাশি ৫৮৪ জনকে উদ্ধার করা হয়েছিল।
প্রতিরক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেন, "কেরালায় বন্যাত্রাণে ভারতীয় বায়ুসেনার বিমান ও হেলিকপ্টার ব্যবহারের জন্য প্রায় ১০২.৬ কোটি টাকার বিল ধার্য করা হয়েছে। বায়ুসেনার বিমান ও হেলিকপ্টার যদি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোনও সার্ভিস দেয়, তার টাকা সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির থেকে নেওয়া হয়।" পাশাপাশি তিনি জানান, বন্যাত্রাণের জন্য যে খরচ হয়েছিল তার বিস্তারিত তথ্য তৈরি করছে বায়ুসেনা ও নৌবাহিনী।
তিনি আরও জানান, সশস্ত্র বাহিনী যদি কোনও অসামরিক প্রশাসনকে সাহায্য করে তা "ইনস্ট্রাকশন অন এড টু সিভিল অথরিটি বাই দা আর্মড ফোর্স, ১৯৭০" রেগুলেশনের আওতায় পরিচালিত হয়।