তিরুবনন্তপুরম, 20 জুলাই : কেরালায় একসঙ্গে আরও 50 হাজার কোরোনা আক্রান্তের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । গত দু'মাসে রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা 7 হাজারেরও বেশি । রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলছেন, বিশেষজ্ঞরা আগামীদিনে সংক্রমণের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন । তবে, যা ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে সরকার যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে পারবে বলে আশাবাদী তিনি ।
যদিও প্রতিবেশী রাজ্য তামিলনাড়ু ও কর্নাটকের তুলনায় কেরালায় আক্রান্তের সংখ্যা এখনও কম । তবে, যে-কোনও পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে কেরালা। একইসঙ্গে অস্থায়ী কর্মী নিয়োগের পাশাপাশি প্রথম সারির চিকিৎসা কেন্দ্র (FLTCs) বাড়িয়ে COVID-19 কেয়ার পরিকাঠামোকে জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। যাতে একসঙ্গে 50 হাজার রোগীর চিকিৎসা করা সম্ভব হয় । কেরালার স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রতিটি জেলায় ইতিমধ্যে দু'টি করে কোরোনা হাসপাতাল রয়েছে । তারপরেও এই সংখ্যা বাড়ানোর পাশাপাশি আমরা প্রতিটি কোরোনা হাসপাতালের জন্য একটি করে FLTC চালু করেছি । ইতিমধ্যে, আমাদের 28টি FLTC রয়েছে । এখন এই সংখ্যাটি 56 করার নির্দেশ দিয়েছি । অর্থাৎ, এক-একটি কোরোনা হাসপাতালে দু'টি করে FLTC থাকবে । সরকার ইতিমধ্যে 941টি পঞ্চায়েতের প্রতিটিতে কমপক্ষে একটি করে FLTC খোলার নির্দেশ দিয়েছে । যেখানে একটি বিশেষ মেডিকেল টিম উপসর্গহীন রোগী এবং অপেক্ষাকৃত কম জটিলতা রয়েছে এমন রোগীর চিকিৎসা করবে ।”