পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্নাটকে আটকে পড়া শ্রমিকদের রাজ্যে ফেরাচ্ছে কেরালা

লকডাউন ঘোষণা হওয়ায় রাজ্যে ফিরতে পারেননি তাঁরা । এদিকে, কোরোনা আতঙ্কে কাজও বন্ধ । এই পরিস্থিতিতে কার্যত অনাহারেই দিন কাটছিল তাঁদের । তাঁদের এই পরিস্থিতির কথা প্রকাশিত হয় ETV ভারতে । তড়িঘড়ি শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা করে কেরালা সরকার ।

kerala
kerala

By

Published : Apr 28, 2020, 1:56 PM IST

তিরুবন্তপুরম, 28 এপ্রিল : কাজ করতে গিয়ে কর্নাটকের প্রত্যন্ত এলাকায় আটকে রয়েছেন কয়েকজন শ্রমিক । লকডাউনে কাজ না থাকায় খাবার জুটছে না তাঁদের । লকডাউনে বাড়িও ফিরতে পারছেন না । তাঁদের নিয়ে একটি খবর রবিবার প্রকাশ হয় ETV ভারতে । খবর প্রকাশের একদিনের মধ্যেই কর্নাটকের সেইসব প্রত্যন্ত এলাকা থেকে শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা করল কেরালা সরকার ।

কেরালার ওয়াইনাড, কান্নুর, মালাপ্পুরাম জেলার বেশ কয়েকজন শ্রমিক কাজ করেন কর্নাটকের বিভিন্ন গ্রামে । হঠাৎ লকডাউন ঘোষণা হওয়ায় রাজ্যে ফিরতে পারেননি তাঁরা । এদিকে, কোরোনা আতঙ্কে কাজও বন্ধ । রোজগার নেই কারোর । এই পরিস্থিতিতে কার্যত অনাহারেই দিন কাটছিল তাঁদের । কোনওভাবে সেখানে একটু-আধটু সাহায্য পেলেও তা দিয়ে রোজের খাবার জোগানো সম্ভব হচ্ছে না । তাঁদের এই পরিস্থিতির কথা প্রকাশিত হয় ETV ভারতে ।

এরপর গতকালই এই খবর নজরে আসে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের । তিনি তড়িঘড়ি শ্রমিকদকের ফেরানোর ব্যবস্থা করে দেন । সরকারের তরফে জাননো হয়, তাঁদের কর্নাটকের বিভিন্ন জেলা থেকে ধাপে ধাপে ফেরানো হবে ।

ABOUT THE AUTHOR

...view details