কোচি, 5 ফেব্রুয়ারি : আর্থিক প্রতারণায় অভিযুক্ত অভিনেত্রী সানি লিওনি৷ শুক্রবার রাতে তাঁর বয়ান রেকর্ড করল কেরল পুলিশের ক্রাইম ব্রাঞ্চ৷ তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে অনুষ্ঠান না করার অভিযোগ রয়েছে৷
কেরলের পেরুমবাভোর এলাকার বাসিন্দা আর সিয়াস৷ তাঁর অভিযোগ, তাঁর উদ্যোগে আয়োজিত দু’টি অনুষ্ঠান হাজির থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই অভিনেত্রী৷ তাই তাঁকে 29 লক্ষ টাকা দেওয়াও হয়৷ কিন্তু প্রতিশ্রুতি মতো তিনি ওই অনুষ্ঠানে হাজির হননি বলে অভিযোগ৷