আলাপ্পুজা, 9 ফেব্রুয়ারি : কেরালার বন্যাদুর্গত পরিবারগুলির জন্য 121টি বাড়ি নির্মাণ ইনাডু-রামোজি গ্রুপের ৷ আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে দুর্গতদের হাতে চাবি তুলে দেনরাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। । ইনাডু-রামোজি গ্রুপের সাহায্যে 'আই অ্যাম ফর অ্যালেপ্পি' প্রকল্পে এই বাড়িগুলি তৈরি করা হয়েছে । আলাপ্পুজার পাথিরাপল্লিতে আজ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।
ইনাডু গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর চেরুকুরি কিরণ বলেন, "দুর্যোগে আক্রান্তদের সবসময়ই সাহায্যের চেষ্টা করেছে রামোজি গ্রুপ । সে যে প্রকার দুর্যোগই হোক । আমি মনে করি, এটি আমাদের দায়িত্ব । আমরা এরকম 10টি উদ্যোগের সঙ্গে যুক্ত । রামোজি গ্রুপের কর্মীদের থেকেও সাহায্য পাই । "
জেলা আধিকারিক এবং যে সংস্থাগুলির থেকে সাহায্য পাওয়া গেছে তাঁদের কৃতজ্ঞতা জানিয়ে ইনাডু গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আরও বলেন, "আমি কুদুম্বশ্রীর কর্মীদের ধন্যবাদ জানাই । তাঁরা এত সুন্দর বাড়ি বানিয়েছেন । অ্যালিপ্পির প্রাক্তন সাব-কালেক্টর কৃষ্ণা তেজাকেও ধন্যবাদ জানাই । "
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনাডুর ম্যানেজিং ডিরেক্টর সি এইচ কিরণ, মার্গদর্শী চিটফান্ডের ম্যানেজিং ডিরেক্টর শৈলজা কিরণ, কেরালার অর্থমন্ত্রী থমাস আইজ়্যাক , PWD এবং রেজিস্ট্রেশন মন্ত্রী জি সুধাকরণ , সিভিল সাপ্লাই মন্ত্রী পি থিলোত্থামান, বিরোধী নেতা রমেশ চেন্নিথালা । এছাড়াও সাংসদ ও বিধানসভার সদস্য ও সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন ।
আগামীদিনে যাতে বন্যার হাত থেকে ভুক্তভোগীদের সুরক্ষিত রাখা যায়, সেকথা মাথায় রেখে জমি থেকে দেড় মিটার উঁচুতে বাড়িগুলির ভিত গড়া হয়েছে। গতবছর এই এলাকায় যখন অধিকাংশ বাড়ি বন্যার কবলে পড়েছিল, তখন এই বাড়িগুলি সুরক্ষিত ছিল।
এই বিশাল সংখ্যক বাড়ি নির্মাণের দায়িত্বে ছিল কুদুম্বশ্রী নামে একটি স্বনির্ভর গোষ্ঠী ৷ মহিলা পরিচালিত এই গোষ্ঠীটি নির্ধারিত সময়ের আগেই বাড়ি নির্মাণের কাজ শেষ করে ফেলেছে ৷ তাও আবার কম খরচে। কাঁচামালের গুণগতমানের সঙ্গে আপোস না করেই। প্রাথমিকভাবে 116টি বাড়ি নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু, ওই গোষ্ঠী খরচ বাঁচিয়ে পরিকল্পনার অতিরিক্ত পাঁচটি বাড়ি নির্মাণ করেছে। পুরো প্রকল্পটিতে খরচ পড়েছে 7.77 কোটি টাকা । বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পাঠক এবং সংস্থার সদস্যরাও এই তহবিলে দান করেন। প্রসঙ্গত, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের অনুরোধে কুদুম্বশ্রীকে বেছে নেওয়া হয়েছিল ।
ইনাডু-রামোজি গ্রুপ এর আগেও এই ধরনের কাজে যুক্ত থেকেছে। গুজরাতে ভূমিকম্পের সময়েও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সাহায্য করেছে ওড়িশার ঘূর্ণিঝড়ের পরেও । সুনামির পর তামিলনাড়ু এবং হুদহুদের পর অন্ধ্রপ্রদেশকে সাহায্য করেছে । এটি সংস্থার দশম ত্রাণ প্রকল্প।