পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ কেরালা বিধানসভায়, সমর্থন বিজেপি বিধায়কের - সিপিএম

কেন্দ্রীয় সরকারের এই কৃষক আইনের বিরুদ্ধেই আন্দোলন করছেন কৃষকরা। গতকাল (বুধবার) কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনাও করেছেন আন্দোলনকারীরা। আর তাঁদের সেই আন্দোলনের পাশে দাঁড়াতে কেরালা বিধানসভা বিশেষ অধিবেশন বসিয়ে এই প্রস্তাব পাশ করল। আজ দুঘণ্টা আলোচনার পর প্রস্তাব পাশ হয়।

Kerala Assembly passes resolution against central farm laws
কৃষকদের পাশে থাকতে কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস কেরল বিধানসভায়

By

Published : Dec 31, 2020, 12:44 PM IST

Updated : Dec 31, 2020, 12:54 PM IST

তিরুবনন্তপুরম, 31 ডিসেম্বর : কেন্দ্রীয় সরকারের তৈরি নয়া কৃষি আইন বাতিলের দাবিতে প্রস্তাব পাশ হল কেরালা বিধানসভায়। বৃহস্পতিবার সর্বসম্মত ভাবে ওই প্রস্তাব পাশ করে কেরালা বিধানসভা। ওই প্রস্তাবে বলা হয়েছে যে কেন্দ্রের মোদি সরকারের তৈরি করা ওই তিনটি কৃষি আইন কৃষকদের স্বার্থ বিরোধী ও কর্পোরেটদের সুবিধা করে দিচ্ছে।

কেন্দ্রীয় সরকারের এই কৃষি আইনের বিরুদ্ধেই আন্দোলন করছেন কৃষকরা। বুধবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেছেন আন্দোলনকারীরা। আর তাঁদের সেই আন্দোলনের পাশে দাঁড়াতে কেরালা বিধানসভা বিশেষ অধিবেশন বসিয়ে এই প্রস্তাব পাশ করল। আজ দু'ঘণ্টা আলোচনার পর প্রস্তাব পাশ হয়।

কেরালায় ক্ষমতায় রয়েছে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ জোট। বিরোধী আসনে রয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোট। দুই জোটই এই প্রস্তাবের পক্ষে ছিল। অন্যদিকে প্রস্তাবের ভিতরে থাকা কিছু বিষয় নিয়ে আপত্তি তোলেন কেরালা বিধানসভায় বিজেপির বিধায়ক ও রাজাগোপাল। তিনি অবশ্য পুরো প্রস্তাবের বিপক্ষে ছিলেন না। এই নিয়ে তাঁর বক্তব্য, সবাই যেহেতু প্রস্তাবের পক্ষে তাই গণতান্ত্রিক গরিমা বজায় রাখার জন্য তিনি সার্বিক ভাবে প্রস্তাবের বিরোধিতা করেননি।

আরও পড়ুন:দু'টি বিষয়ে সহমত কৃষকরা, দাবি কেন্দ্রের; 4 তারিখ ফের বৈঠক

অন্যদিকে কেরালার মুখ্যমন্ত্রী সিপিএমের পিনারাই বিজয়ন বলেন, এই আইন কর্পোরেটদের লাভ দেবে। বিলটি কেন্দ্রীয় সরকার স্ট্যাডিং কমিটিতে না পাঠিয়েই পাশ করিয়ে নিয়েছে সংসদে। এই আইনের জেরে কেরালায় ব্যাপক সমস্যা হবে।

Last Updated : Dec 31, 2020, 12:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details